বরানগর মল্লিক কলোনি,,,,,,৭৪তম দুর্গা প্রতিমার শুভ সূচনা হলো।
nagarsangbad24
-
প্রকাশিত: অক্টোবর, ১৯, ২০২৩, ১০:০৪ পূর্বাহ্ণ
-
৯৫ ০৯ বার দেখা হয়েছে
বরানগর মল্লিক কলোনি,,,,,,৭৪তম দুর্গা প্রতিমার শুভ সূচনা হলো।
শম্পা দাস— সম্পাদক,দৈনিক নগর সংবাদ,নগরসংবাদ ২৪ ডটকম,,কলকাতা ব্যুরো
আজ আঠারই অক্টোবর বুধবার ঠিক সন্ধে ছটায় সময় বড়নগর এর মল্লিক কলোনি ৭৪ তম দুর্গা প্রতিমা শুভ সূচনা হলো, বাঙ্গালীদের বড় উৎসব দুর্গা উৎসব আস্তে আস্তে জমে উঠেছে।
আর আজ শুভ সূচনার মধ্যে দিয়ে এই প্রতিমা ও শুভ উন্মোচন হয়ে গেল। দর্শক ও এলাকার বাসীদের উপস্থিতিতে উপস্থিত ছিলেন সবার কাছের মানুষ প্রিয় মানুষ মাননীয় বিধায়ক শ্রী তাপস রায় মহাশয়।
এছাড়া উপস্থিত ছিলেন স্বনামধন্য জগদ্ধাত্রী সিরিয়ালের নায়িকা অঙ্কিতা মল্লিক উপস্থিত ছিলেন, সমস্ত কাউন্সিলর গন ,
শুভ সূচনা আগে সুন্দর একটি গান এবং নৃত্যের মধ্যে দিয়ে এবং বিধায়ক শ্রী তাপস রায়ের হাত দিয়ে এই প্রতিমার আবরণ উন্মোচন করেন ফিতে কাটার মধ্যে দিয়ে এবং প্রদীপ প্রজ্বলনের মধ্যে দিয়ে প্রতিমার উন্মোচন করেন।
এরপর একে একে উপস্থিত অতিথিদের উত্তরীয় পরিয়ে এবং হাতে স্মারক ও পুষ্প স্তবক দিয়ে সম্মানিত করেন, এছাড়াও পুজো ছাড়াও এখানকার ক্লাবেও সারা বছর বিভিন্ন সামাজিক কাজ করে থাকে,
মৌল্লিক কলোনি প্রতিবছর কিছু না কিছু থিম এর মধ্যে দিয়ে মানুষের কে সজাগ করে তোলার চেষ্টা করেন ,
এবছরের থিমের নামকরণ সাবি কিয়ানা নেপালের বৌদ্ধ মন্দির, নেপালের বৌদ্ধ মন্দির মানে সবাই জানে শান্তি এবং মুক্তির প্রতীক,
তাই শ্রীরামকৃষ্ণ পাল মহাশয়া বলেছেন যে সবাই যেন সুস্থ এবং শান্তিতে থাকে এটাই মায়ের কাছে প্রার্থনা, রইল পুজো প্রেমিক ও দর্শকেরাও এই প্রতিমা পরিদর্শন করেন ,
এবং থিমটি পরিদর্শন করুন, আপনাদের মতামত এই অঞ্চলটিকে এগিয়ে নিয়ে যেতে পারে আরো অনেক দূর।
শম্পা দাস,সম্পাদক
দৈনিক নগরসংবাদ,নগরসংবাদ ২৪ডটকম,,কলকাতা ব্যুরো
এ বিভাগের আরও খবর...