উত্তর বরানগর শহর তৃণমূল ছাত্র পরিষদ ও আলমবাজার মহাভারত বালক সঙ্গে যৌথ উদ্যোগে আয়োজিত হল রক্তদান উৎসব ২০২৫।
--সম্পা দাস-সম্পাদক ,নগরটিভি,,দৈনিক নগর সংবাদ,নগর সংবাদ ২৪ ডটকম।
১৮ই মে রবিবার, ঠিক সকাল দশটায়, ৩৪ নম্বর এস পি ব্যানার্জী রোডের সংযোগস্থলে এবং ৭ নম্বর ওয়ার্ডের পৌর মাতা নীলু গুপ্তার উদ্যোগে,
উত্তর বরানগর শহর তৃণমূল ছাত্র পরিষদ ও আলম বাজার মহাভারত বালক সঙ্গে যৌথ পরিচালনায় এই রক্তদান উৎসব ২০২৫ পালিত হলো।
এই রক্তদান উৎসবের শুভ সূচনা করেন মাননীয়া বিধায়িকা সায়ন্তিকা ব্যানার্জি, এছাড়াও উপস্থিত ছিলেন বরানগর পৌরসভার পৌর মাতা শ্রীমতি অপর্ণা মৌলিক,
পৌর প্রধান দিলীপ নারায়ণ বসু, নৈহাটির সাংসদ এবং উত্তর ২৪ পরগনা জেলা সভাপতি পার্থ ভৌমিক, উপস্থিত ছিলেন বরানগর পৌরসভার অঞ্জন পাল, রামকৃষ্ণ পাল ,জয়ন্ত রায়, অনিন্দ্য চৌধুরী, শম্পা চন্দ্র ,পুষ্প রায়, সুব্রত সাহা , উপস্থিত ছিলেন আলম বাজার মহাভারত বালক সঙ্গে সম্পাদক
ও বিশিষ্ট সমাজসেবী অজয় গুপ্তা, উত্তর কলকাতা তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি রোহিত সাউ উপস্থিত ছিলেন।রক্তদান শিবিরের শুভ সূচনার পর, উপস্থিত সকল অতিথিদের উত্তরীয় ও ব্যাচ পরিয়ে হাতে পুষ্পস্তবক দিয়ে সম্বর্ধনা জানান
মাননীয় বিধায়িকা সায়ন্তিকা ব্যানার্জি বলেন, সকল সেনাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে যে রক্তদান শিবির শুরু হয়েছে, আমি ধন্যবাদ জানাই উদ্যোক্তাকে এবং এখানে এইরকম একটি রক্তদান উৎসব ঘিরে যে যোগ্য শুরু হয়েছে আমি অভিভূত, একজনের রক্ত একটা মানুষের প্রাণ ফিরিয়ে দিতে পারে,
আর তৃণমূল সরকার সব সময় সবার পাশে থাকার চেষ্টা করেন, তাই তারা সমস্ত ওয়ার্ডে এই ধরনের রক্তদান শিবির করার জন্য অনুরোধ করেন, আর তৃণমূল সরকার সবার পাশে থাকেন বলে মা মাটি সরকার হতে পেরেছেন, তবে সাত নম্বর ওয়ার্ডের পৌর মাতা নীলু গুপ্তা শুধু রক্তদান শিবির করেন না, সারা বছর বিভিন্ন সামাজিক মূলক কাজ করে থাকেন।
আজকে রক্তদান উৎসবের উদ্যোক্তা নীলু গুপ্তা জানান, আজ ৪০০ জনেরও বেশি রক্তদাতা রক্তদান করেছেন, আগামী দিনে আমি একটি থ্যালাসেমিয়ার উপর ক্যাম্প করার কথা ভাবনা-চিন্তা করেছি, কারণ যেভাবে থ্যালাসেমিয়া রোগীদের রক্ত প্রয়োজন হয় বা তাদের শারীরিক দিকে যদি আমরা সহযোগিতা করি, হয়তো তারাও আলোর মুখ দেখবে, এবং অনেকটা উপকৃত হবেন সেই সকল পরিবার ও শিশুরা, তাই আমি এই চিন্তা ভাবনাও নিয়েছি। তবে আজকে সকলের সহযোগিতায় এরকম একটি রক্তদান উৎসব করতে পারায় সবার কাছে আমি কৃতজ্ঞ এবং সকল উপস্থিত অতিথি বৃন্দদের কাছে, সবার সহযোগিতায় এই উৎসব আলোকিত হয়ে উঠেছিল। কৃতজ্ঞতা জানাবো যে সকল রক্তদাতা আমার এখানে এসে রক্ত দিয়েছেন, এইভাবে যদি সবাই হাত বাড়িয়ে দেন, তাহলে হয়তো কিছুটা হলেও রক্তের ঘাটতি পূর্ণ হবে। একটা জীবন ফিরে পাবে। আর ধন্যবাদ জানাবো সবার আগে যে সকল ডক্টর ব্লাড ব্যাংকে সহযোগীরা এসেছিলেন, হারানা আসলি এই রক্তদান উৎসব করা সম্ভব নয়।
--সম্পা দাস-সম্পাদক ,নগরটিভি,,দৈনিক নগর সংবাদ,নগর সংবাদ ২৪ ডটকম।