নগর সংবাদ।।প্রেমে ব্যর্থ হয়ে ইমাম হোসেন (২২) নামে এক কলেজছাত্র শরীরে আগুন লাগিয়ে আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে।
ইমাম বরিশালের গৌরনদী উপজেলার পশ্চিম হোসনাবাদ গ্রামের সৌদি আরব প্রবাসী আনোয়ার হোসেন বেপারীর ছেলে।
তিনি হোসনাবাদ নিজাম উদ্দিন কলেজের ছাত্র ছিলেন।
মৃতের স্বজনদের বরাত দিয়ে সরিকল ইউনিয়ন পরিষদের ৭ নম্বর ওয়ার্ডের সদস্য জয়নাল আবেদীন বেপারী জানান, ঢাকার একটি মেয়ের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল ইমামের। উভয়ের পরিবার তাদের এ সম্পর্ক মেনে নিতে রাজি ছিল না। এ নিয়ে ইমামের সঙ্গে পরিবারের অন্য সদস্যদের মনোমালিন্য ছিল।
তিনি আরও জানান, প্রেমিকাকে না পেয়ে শুক্রবার (১৫ জুলাই) দুপুরে নিজের শরীরে আগুন লাগিয়ে আত্মহত্যার চেষ্টা চালায় ইমাম। পরে মুমূর্ষু অবস্থায় ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয়।
প্রেমিকার পরিচয় সম্পর্কে বিস্তারিত জানাতে পারেননি এ ইউপি সদস্য।
সরিকল পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. ফোরকান হোসেন জানান, শনিবার (১৬ জুলাই) সকালে নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য বরিশাল সদর হাসপাতাল মর্গে পাঠানো করা হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।