নগর সংবাদ।। ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধিঃ দোয়ারাবাজারে জোরপূর্বক জমি দখলের প্রতিবাদ করায় একটি পরিবারকে সমাজ থেকে একঘরে করার অভিযোগ উঠেছে। উপজেলার সদর ইউনিয়নের পূর্ব মাছিম পুর গ্রামের রোষানলে পড়ে মৃত রজন আলীর পুত্র ইমান আলী(৫০)কে। এখন মানবেতর জীবনযাপন করছেন। জনপ্রতিনিধি ও প্রশাসনের কাছে অভিযুক্ত আমরু মিয়া, সিজারুল ইসলাম (সরাই), গুল আহমদ, আলী আহমদের বিচার দাবি করেও প্রতিকার পাচ্ছে না ভুক্তভোগী পরিবার। গত ৯ জুন থেকে পরিবারটিকে অন্যায়ভাবে প্রতিবেশীদের সঙ্গে মেলামেশা, যাতায়াত এবং বাড়ি থেকে বের হতে বাধা দিয়ে সমাজ থেকে একঘরে করে রাখা হয়েছে। অভিযোগ সূত্রে জানা যায়,গত ২২ মার্চ দোয়ারাবাজার থানার মামলা নং১২ বাদী মজর আলী আমরু মিয়ার ভগ্নিপতি হওয়ায় মামলা টি আপোষ না করে বরং ১৩,২৫,০০০(তের লক্ষ পচিঁশ হাজার) টাকা আত্নাসাৎ করে। কিন্তু মামলা আপোষ না করায় মামলার বাদী পক্ষের সাথে বিরোধ দেখা দেয়। এই বিরোধের জের ধরে আমরু মিয়ার যড়যন্ত্রে লিপ্ত হয় ভুক্তভোগী পরিবার। তারই পরিকল্পনায় ভুক্তভোগী পরিবারের জায়গা মসজিদের জায়গা দাবী করে আসছে গ্রাম বাসী। এ ব্যাপারে দোয়ারাবাজার সদর ইউনিয়নের চেয়ারম্যান হাজী আব্দুল বারী বলেন, বিষয়টি আমি শুনেছি। দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ দেব দুলাল ধর বলেন, এমন একটি অভিযোগ পেয়েছি। তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।##