নগর সংবাদ।।শেরপুরের ঝিনাইগাতীতে বস্তাবন্দি অবস্থায় পুকুর থেকে কিশোরী মিম আক্তারের লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় আল আমিন নামে এক যুবককে গ্রেপ্তার করেছে র্যাব ১৪।
র্যাব জানিয়েছে, আল আমিন ওই কিশোরীকে ধর্ষণ ও হত্যায় জড়িত।
মঙ্গলবার (২৬ জুলাই) রাতে ঝিনাইগাতী উপজেলার ঘাগড়া কামারপাড়া এলাকা থেকে আল আমিনকে গ্রেপ্তার করা হয়।
বুধবার (২৭ জুলাই) সকালে শেরপুর প্রেস ক্লাবে বিজ্ঞপ্তিতে র্যাব ১৪ সিপিসি ১ কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার আশিক উজ্জামান জানান, শুক্রবার (২২ জুলাই) রাতে ওই কিশোরীকে ফুসলিয়ে নিয়ে উপজেলার বাকাকুড়া গ্রামের কালঘোষা নদীর তীরে নিয়ে ধর্ষণ করে আল আমিন। পরে ঘটনা জানাজানি হওয়ার ভয়ে তার গলায় উড়না পেচিয়ে শ্বাসরোধে হত্যা করে। এরপর ঘটনা ধামাচাপা দেওয়ার জন্য লাশ বস্তাবন্দি করে পুকুরে ফেলে রাখেন।
প্রসঙ্গত, গত রোববার (২৪ জুলাই) বিকেলে ঝিনাইগাতী উপজেলার কাংশা ইউনিয়নের বাকাকুড়া গ্রামের পুকুর থেকে চতুর্থ শ্রেণির ছাত্রী মিম আক্তারের বস্তাবন্দি লাশ উদ্ধার করা হয়। ওই ঘটনায় তার বাবা বাদী হয়ে অজ্ঞাতনামা আসামি করে হত্যা মামলা দায়ের করেন।