চট্টগ্রামের বাঁশখালীতে তিনটি আগ্নেয়াস্ত্রসহ নুর মোহাম্মদ (৩৮) নামে এক সন্ত্রাসীকে গ্রেফতার করেছে র্যাব। সোমবার (১ জানুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার সরলবাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার নুর মোহাম্মদ বাঁশখালীর হাজীরখীল গ্রামের মৃত শামসুল ইসলামের ছেলে।
মঙ্গলবার (২ জানুয়ারি) বিকেলে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় র্যাব-৭। র্যাব জানিয়েছে, সোমবার রাত সাড়ে ১০টার দিকে বাঁশখালীর সরলবাজার এলাকায় অভিযান চালিয়ে স্থানীয় অস্ত্রধারী সন্ত্রাসী নুর মোহাম্মদকে গ্রেফতার করা হয়। তার কাছ থেকে দেশীয় তৈরি তিনটি আগ্নেয়াস্ত্র ও পাঁচ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া অস্ত্র দিয়ে নুর মোহাম্মদ দীর্ঘদিন ধরে স্থানীয়ভাবে এলাকায় প্রভাব বিস্তার এবং মাদক কারবারিদের মাদক কেনাবেচার কাজে ব্যবহার করে আসছিলেন। তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা হয়েছে।