বাংলাদেশের বিভিন্ন খাতের উন্নয়ন প্রকল্পে ১৮০.৮০৭ মিলিয়ন ইউরো (২২৬৫ কোটি টাকা) প্রযুক্তিগত ও আর্থিক সহায়তা দেওয়ার চুক্তি স্বাক্ষর করেছে জার্মানি।
বৃহস্পতিবার ( ২৮ নভেম্বর) বাংলাদেশ সরকার ও ফেডারেল রিপাবলিক অব জার্মানি সরকারের মধ্যে উন্নয়ন সহযোগিতা সংক্রান্ত আর্থিক ও প্রযুক্তিগত চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
এ চুক্তির অধীনে নবায়নযোগ্য শক্তি (৫০.৫ মিলিয়ন ইউরো পর্যন্ত), টেকসই নগর উন্নয়ন (ইউরো ৯৫.৫ মিলিয়ন পর্যন্ত), কারিগরি এবং বৃত্তিমূলক শিক্ষা ও প্রশিক্ষণ খাতে ( ৫ মিলিয়ন ইউরো পর্যন্ত) সহযোগিতা দেওয়া হবে।
এছাড়া সামাজিক এবং পরিবেশগতভাবে সাউন্ড সাপ্লাই চেইন, বাণিজ্য এবং অবকাঠামো খাতে ১২ মিলিয়ন ইউরো, জীববৈচিত্র্যের সুরক্ষা ৬ মিলিয়ন ইউরো এবং নারী ও শিশুদের বিরুদ্ধে সহিংসতা মোকাবিলায় একটি প্রকল্পের জন্য ৭ মিলিয়ন ইউরো ব্যয় করা হবে।
১৯৭২ সাল থেকে জার্মানি বাংলাদেশের উন্নয়নে আর্থিক ও প্রযুক্তিগত সহায়তা দিয়ে আসছে, যার পরিমাণ আজ মোট ৩.৫ বিলিয়ন ইউরোর বেশি।