বাংলাদেশের বিশিষ্ট অতিথিদের চাকলা লোকনাথ ধামে আগমন– ভক্তদের মাঝে উৎসবের আমেজ
””সম্পা দাস,–সম্পাদক,দৈনিক নগর সংবাদ,নগর সংবাদ ২৪ ডটকম,নগর টিভি,(ভারত) কলকাতা ব্যুরো”””
সোনারগাঁও, নারায়ণগঞ্জের বারদী ধাম—শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর লীলাক্ষেত্র ও প্রধান তীর্থস্থান—বাংলাদেশ থেকে আগত দুই বিশিষ্ট লোকনাথভক্ত

ডক্টর তাপস পাল ও নিখিল মজুমদারের আগমনে মুখরিত হয়ে উঠেছে চাকলা লোকনাথ ধাম।

তাঁদের আগমনকে কেন্দ্র করে ধামে ভক্তদের মাঝে সৃষ্টি হয়েছে এক উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশ।

আগামী ১৪ ডিসেম্বর, রবিবার, সকাল ১১টা, চাকলা ধামে অনুষ্ঠিত হবে বিশেষ পূজা-অর্চনা ও দর্শন পর্ব। এ উপলক্ষে এলাকাজুড়ে চলছে প্রস্তুতি ও ভক্তদের সমাগম।

ডক্টর তাপস পাল ও নিখিল মজুমদারের এই সৌহার্দ্য সফরকে কেন্দ্র করে দুই দেশের ভক্তদের মধ্যে ভক্তি, শ্রদ্ধা ও ধর্মীয় আবেগের এক অনন্য মিলনমেলা গড়ে উঠছে।

তাঁদের উপস্থিতি লোকনাথভক্তদের মধ্যে আরও গভীর করেছে সম্প্রীতি ও আধ্যাত্মিক বন্ধনের অনুভব। এই পুরো অনুষ্ঠান পরিচালনার দায়িত্বে রয়েছেন

লোকনাথ বাবার মহানাম প্রচারক নবকুমার দাস ও চাকলা ধামের চেয়ারম্যান সহো শ্রী শ্রী লোকনাথ সেবাশ্রম সঙ্গে ট্রাস্টি বোর্ড সমস্ত সদস্য ও একশোসেবাইট।
