প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ২১, ২০২৫, ১০:০৩ এ.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ২৪, ২০২১, ৩:০১ পূর্বাহ্ণ
বাংলাদেশ আওয়ামীলীগ নারায়ণগঞ্জ জেলা সদস্য নেএী নুপুর বেগম কে মাদক ব্যবসায়ী সন্রাসীরা প্রকাশ্যে হত্যার চেষ্টায় হামলা চালায়। শিপন বাহিনী
নগর সংবাদ।। আওয়ামীলীগ সদস্য নেএী মাহমুদা আক্তার নুপুর কে মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করায় হাজারো জন সম্মুখে হত্যার চেষ্টার করে চিন্হিত মাদক ব্যবসায়ী শিপন,ফারুক , লাদেন,আমির ,মনির, ইরান ,নিকাত ,রাফি, সোহান রিপা বাহিনী ।
জানাযায় ,সদর থানাধীন কিল্লার পুলস্থ এলাকার রোজ ৯৯ ব্যবসায়ী প্রতিষ্ঠানের মালিক সৈয়দা মাহবুবা নুপুর ।
বিগত সময়ে কিল্লার পুল এলাকার চিন্হিত মাদক ব্যবসায়ী শিপন, রিপন,ওরফে রিপা ,পিতা -খালেক ড্রাইভার ,বহু বছর যাবত কিল্লার পুলস্থ এনায়েত আলী চিস্তি (রহঃ)মাজারের লংকর খানা একটি রুমে ইয়াবা, গাজা মজুদ রেখে নারায়ণগঞ্জ
শহরের মাদক ব্যবসায়ী দের বিক্রি করে আসছিল।বিগত সময়ে বিপুল পরিমান গাজা সহ শিপন রিপা গ্রেফতার হয়েও জামিনে এসে তৈরী করেছে বিশাল মাদক বিক্রির সিন্ডিকেট।
একারনে হযরত এনায়েত আলী চিস্তি (রহঃ)মাজার কমিটির ক্যাশিয়ার ফারুক আবুল,মুকুল খাদেম,ফজুল সহ কমিটির সদস্য নেএী মাহবুবা আক্তার নুপুর কে নিয়ে মাজারে মাদক ব্যবসা বন্ধ করতে লংকর খানা রুমে তালা মারে এ কারনেই মাদক ব্যবসায়ী বাহিনী ক্ষিপ্ত হয়ে গত-২২/৪/২০২১ইং তারিখ দুপুর ১২ঘটিকায় পূর্ব পরিকল্পনা মোতাবেক নেএী নুপুর বেগম তার ব্যবসা প্রতিষ্ঠানে এলে মাদক ব্যবসায়ী ,শিপন,রিপন,
পিতা -খালেক ড্রাইভার ,শরীফ পিতা-অঙ্গাত ,খাদেম ফজুল, মনির পিতা-আরফান, ইরান ,পিতা -শিপন, রনি পিতা -আহম্মদ ,পল্লব পিতা-ফয়সাল, রাফি পিতা-বাবু সোহান আহম্মেদ ,পিতা -অঙ্গাত ,সাজিদ পিতা -শিপন,আন্নাকু পিতা-রিপন,সাদ্দাম পিতা -আবুল হোসেন সহ-অঙ্গাত সন্রাসী মিলে রামদা-চাপাতি" রড সহ ধারালো অস্র নিয়ে নেএী নুপুরের ব্যবসা প্রতিষ্ঠানে হামলা করে নুপুর কে গলা চেপে ধরে হাজারো জন সম্মূখে মেইন রাস্তার উপর ফেলে হত্যার চেষ্টায় বেধড়ক এলোপাথাড়ি মারধোর করে এবং চাকু দিয়ে পিঠে কোপায় ।
নুপুর বেগম রাস্তার উপর বেহুস হয়ে পড়ে থাকলে স্থানীয় লোকজন তাকে হাসপাতালে নিয়ে চিকিৎসা করায় ।নুপুর বেগম সদর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
উল্লেখ্য সন্রাসীদের ধারালো অস্র দিয়ে নুপুরকে হত্যার চেষ্টার ভিডিও ধারন করে স্থানীয় উপস্থিত লোকজন।
যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হলেও সন্রাসীরা গ্রেফতার না হওয়ায় স্থানীয় জনতা আতংঙ্কিত নিরাপওাহীনতা ,একজন নারীকে প্রকাশ্যে দিবালোকে হত্যার চেষ্টা করে গ্রেফতার হচ্ছে না চিন্থিত মাদক ব্যবসায়ী সন্রাসীরা|
Copyright © 2025 নগর সংবাদ. All rights reserved.