বাংলাদেশ পুলিশের গর্ব মানবিক পুলিশ অফিসার(এ,টি,আই) শহিদুল ইসলাম -পুলিশ ই জনগণের বন্ধু
নারায়ণগঞ্জে সর্বসময় সময় ঘটে যাওয়া দুর্ঘটনাতে দেখা যায় ট্রাফিক পুলিশ অফিসার(এ,টি,আই) শহিদুল ইসলাম কে, ভয়াবহ অগ্নিকান্ডে নিভানোর সহায়তা করা,প্রতিবন্ধীকে রাস্তা পারাপার, ভাঙ্গা রাস্তা ইটের সুরকি দিয়ে মেরামত করা, অসহায়ের মাঝে উপহার দেয়া সহযোগিতা করছে প্রতিনিয়ত -বাংলাদেশ পুলিশের গর্ব পুলিশ অফিসার(এ,টি,আই) শহিদুল ইসলাম
শহরের প্রাণকেন্দ্র চাষাঢ়ায় পুলিশের সাহসিকতায় ভয়াবহ অগ্নিকান্ড ঘটে যাওয়ার আগেই ব্যপক ক্ষতির হাত থেকে রক্ষা পায় সাধারণ মানুষ।
এছারা ও রয়েছে বাস দুর্ঘটনার হাত থেকে রক্ষা করা। প্রতিবন্ধীকে রাস্তা পারাপার, এবং অসহায়ের মাঝে উপহার বিতরণ। এ সকল কিছুই দৃষ্টিকটর হয়ে থাকার মত । আজ আবারও দেখা মিললো নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ২ নং রেলগেটে মানবিক কাজে। বৃষ্টি ভেজা সকালে। মানুষ যখন নিজেদের জীবিকা সংগ্রহের জন্য ব্যস্ত। ট্রাফিকের শহিদুলের চোখ তখন পারা পাড়ের রাস্তার দিকে।
রেললাইনের আশেপাশের রাস্তাটা একেবাড়েই ভাঙ্গা, সিটি কর্পোরেশনের যেনো কোন ব্যথা নেই। যেকোনো সময় ঘটতে পারে বড় ধরনের দূর্ঘটনা।সকলের কথা চিন্তা করে এবং দুর্ঘটনায় এড়াতে ইটের সুরকি দিয়ে রাস্তাটা মেরামত করে দেন। একজন ট্রাফিক পুলিশ অফিসারের এমন মহত্ব দেখে। আবেগপ্লুত জনগণ। তার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করেন