৮ ডিসেম্বর রোজ শুক্রবার বিকালে নগরীর চাষাড়া রামবাবুর পুকুরপারস্থ রুপান্তর লিভিং কার্যালয়ে বাংলাদেশ রাইটার্স ক্লাব নারায়ণগঞ্জ এর নিয়মিত সাহিত্য আড্ডা ও কমিটির নাম ঘোষণা হয়। কথাসাহিত্যিক ফরিদুল মাইয়ানের সভাপতিত্বে সাহিত্য আড্ডা মূখ্যব্যাক্তি প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন কবি দীপক ভৌমিক, এ সময় আলোচনা করেন কবি রইস মুকুল, কবি ও সাংবাদিক রণজিৎ মোদক , বীর মুক্তিযোদ্ধা কবি আল-আশরাফ বিন্ধু, ,