প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ২২, ২০২৬, ৫:১৮ এ.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারি ২২, ২০২৬, ২:৩৫ পূর্বাহ্ণ
বাংলাদেশ’ লেখা লাল রঙের বাসে সিলেটে তারেক রহমান হযরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত করেন
বাংলাদেশ’ লেখা লাল রঙের বাসে করে তারেক রহমান হযরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত করেন
সিলেট প্রতিনিধি।।
দীর্ঘ ২১ বছর পর নিজের শ্বশুরবাড়ি ও পুণ্যভূমি সিলেটের মাটিতে পা রেখেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।বুধবার (২১ জানুয়ারি) রাত ৭টা ৫৭ মিনিটে তাকে বহনকারী বিজি-২২৭ নম্বর ফ্লাইটটি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। রাত ৮টার দিকে ফ্লাইটটি বোর্ডিং ব্রিজে সংযুক্ত করা হয়। এরপর বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে নেমে আসেন তারেক রহমান।
সেখানে কেন্দ্রীয় ও সিলেট বিএনপির নেতৃবৃন্দ তাকে অভ্যর্থনা জানান।এরপর ‘সবার আগে বাংলাদেশ’ লেখা লাল রঙের বাসে করে তারেক রহমান হযরত শাহজালাল (রহ.)-এর মাজারে যান। রাত সাড়ে ৮টার দিকে তিনি মাজার জিয়ারত করেন।বিএনপির দলীয় সূত্রে জানা যায়, হযরত শাহজালাল (রহ.) ও হযরত শাহপরান (রহ.)-এর মাজার জিয়ারত শেষে তিনি একটি পাঁচ তারকা হোটেলে রাত্রিযাপন করবেন।
পরদিন বৃহস্পতিবার সিলেটের দক্ষিণ সুরমার জালালপুরে তার শ্বশুর রিয়ার এডমিরাল এম এ খানের বাড়িতে যাওয়ার কথা রয়েছে।এদিন বিকেল ৩টায় সিলেট নগরের আলিয়া মাদরাসা মাঠে জেলা ও মহানগর বিএনপির আয়োজনে এক সমাবেশের মধ্য দিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা শুরু করবে বিএনপি।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে সিলেটবাসীর উদ্দেশে ভাষণ দেবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।
দলীয় সূত্র জানায়, সর্বশেষ ২০০৪ সালে বিএনপির বিভাগীয় ইউনিয়ন প্রতিনিধি সম্মেলনে সিলেটে এসেছিলেন তারেক রহমান।
Copyright © 2026 নগর সংবাদ. All rights reserved.