বাংলার বায়রণ // –_— সৈয়দা ফেরদৌস সুলতানা।।
বাংলার বাইরণ সময়ের সঠিক জন দূরান্ত সাহসী বীরত্বের বীর শেখ মজিবুর রহমান। গ্রাম বাংলার প্রিয়জন এক দামাল সৈনিক, স্বপ্নসাধনে প্রথম নাম শেখ মজিবুর রহমান।
আবাল, বৃদ্ধ বনিতা যার ডাকে দিলো সাড়া, এক সামিয়ানার নিচে করেছে মিলন সভা সেই মহাপুরুষ একজন, শেখ মজিবুর রহমান। কৃষক, শ্রমিক , শিক্ষক গুণীজন সকল জনতা পরিবৃত সুজন।
এক নিমেষে হাতিয়ার হাতে লুটিয়ে পড়েছে চারিদিকে।নেই ভয়! নেই কুন্ঠা! মরণের ভয় নেই করেছে শপথ সেই তো সোনার বাংলার ছেলে শেখ মজিবুর রহমান। আকাশে বাতাসে জয়,জয়কার ধ্বনিতে মুক্তির সংগ্রাম গড়ে আন্দোলন। ছিনিয়ে এনেছে স্বাধীন দেশের মান সেই তো, তোমার আমার প্রিয় বঙ্গবীর শেখ মজিবুর রহমান
এ বিভাগের আরও খবর...