বাংলা বিদ্বেষী ষড়যন্ত্রের বিরুদ্ধে,- তৃণমূল কংগ্রেসের এস সি ,ওবি সি ,এস টি সেল এর আহ্বানে- প্রতিবাদ সভা
””সম্পা দাস,–সম্পাদক,দৈনিক নগর সংবাদ,নগর সংবাদ ২৪ ডটকম,নগর টিভি,(ভারত) কলকাতা ব্যুরো””
১২ ই সেপ্টেম্বর শুক্রবার, ঠিক দুপুর ১২:০০ টায়, ধর্মতলা ডড়িনা ক্রসিংয়ের সংযোগস্থলে, পশ্চিমবঙ্গ তৃণমূল কংগ্রেসের এস সি, ওবিসি, এস টি সেলের আহহানে, এবং ডক্টর তাপস মন্ডল এর নেতৃত্বে, বাংলা ভাষীদের উপর বিজেপির সন্ত্রাস ও বাঙালি- বাংলা বিদ্বেষী ষড়যন্ত্রের বিরুদ্ধে চলছে প্রতিবাদ সভা ও ধর্ণা ।
এই প্রতিবাদ সভা দুপুর ১২ টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত চলবে।, এবং এই প্রতিবাদ বিশ্বকর্মা পুজো আগের দিন পর্যন্ত চলবে , এরপর ঠিক করবেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি সিদ্ধান্ত নেবেন।
আজকের প্রতিবাদ সভায় উপস্থিত হন, মন্ত্রী বীর বাহা হাঁসদা, বিধায়ক দেবাশীষ কুমার, ড: তাপস মন্ডল, কাউন্সিলর গোপাল সাহা, সন্ধ্যা রানী টুডু, বাপন নস্কর, শ্যামল সাঁতরা, তাপস ঘোষ,
জয় প্রকাশ টুডু, মিনা গুপ্তা, মিলি রায় সহ অন্যান্য নেতৃবৃন্দ। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এবং তৃণমূল কংগ্রেসের সৈনিক অভিষেক বন্দ্যোপাধ্যায় আহবানে,
কেন্দ্রীয় সরকারের ভ্রান্ত নীতি, এস আই আর ও বাংলা ভাষাকে পরিবর্তন করার জন্য,, এবং এস আই আর এর নামে, বাঙ্গালীদের ওপর অকথ্য অত্যাচার,
এমনকি বিভিন্ন প্রকল্পের টাকা আটকে দেওয়ার বিরুদ্ধে এই প্রতিবাদ সভাও ধরনা চলছে। কেন্দ্রীয় সরকার যেভাবে বাংলার উপর বঞ্চনা শুরু করেছেন, আমরা কখনোই মেনে নেব না, আমরা অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করে আসছি, যতদিন না কেন্দ্রীয় সরকার আমাদের দাবি মেনে না নেবে,
আমরা এই প্রতিবাদ চালিয়ে যাব। আজকের সবাই একের পর এক তীব্রভাবে কেন্দ্রীয় সরকারকে এবং বিজেপি সরকারকে ধিক্কার জানালেন।, শুধু তাই নয় তারা আজকের মঞ্চে জানিয়ে দেন 2026 এ বাংলায় বিজেপি সরকার থাকবে না। আর যদিও থাকে আমরা ৫০ টার বেশি আসনে পেরতে দেব না।
তারা বলেন কেন্দ্রীয় সরকার, সমস্ত প্রকল্পের টাকা আটকে দিয়েছে, কিন্তু তাতেও আমাদের নেত্রী মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায় কে , ইডি, সি বি আই এর ভয় দেখিয়ে বন্ধ করে রাখতে পারবে না, আর সবাই জেনে গেছে, ভোট আসলেই কেন্দ্রীয় সরকার ইডি, সিবিআই দেখায়, তাহাতে পশ্চিমবাংলায় তৃণমূলের ভোট বাড়ে , কমেনা। একই সাথে মন্ত্রী বীর বাহা হাঁসদা ও জয় প্রকাশ টুডু বলেন, মাননীয় মুখ্যমন্ত্রী বাংলার জন্য যেভাবে কাজ করে চলেছেন, বাঙ্গালীদের পাশে যেভাবে রয়েছেন,
আমরা কৃতজ্ঞ, শহর থেকে পাহাড়ে, পাহাড় থেকে গ্রামে বিভিন্ন প্রকল্পের জনজোয়ার এনে দিয়েছেন, এমন কি আদিবাসী সম্প্রদায়ের জন্য একটি আলাদা প্রকল্প করে দিয়েছেন, কানে আদিবাসী সম্প্রদায়ের মানুষেরা উপকৃত হয়, তিনি আদিবাসী সম্প্রদায়ের মানুষদের সম্মান দিয়েছেন, তাই সকলের উদ্দেশ্যে একটা কথাই বলব এখন থেকে তৈরি হও, বিজেপিকে বাংলা থেকে হটাতে হবে, বাংলায় বিজেপির কোন ঠাঁই থাকবে না, আর দেখতে চাই, বাংলাভাষী মানুষদের উপর, পরিযায়ী শ্রমিকদের ওপর কতো অত্যাচার করতে পারে, একটা কথা জেনে রাখা দরকার
এটা রবীন্দ্রনাথের বাংলা, ক্ষুদিরামের বাংলা, নেতাজি সুভাষ চন্দ্রের বাংলা, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের বাংলা, এখানে অন্য কোন ভাষার ঠাঁই হবে না।
””সম্পা দাস,–সম্পাদক,দৈনিক নগর সংবাদ,নগর সংবাদ ২৪ ডটকম,নগর টিভি,(ভারত) কলকাতা ব্যুরো””