নগর সংবাদ।।বাগেরহাটের মোরেলগঞ্জে দেড় কেজি গাঁজাসহ চার যুবককে আটক করেছে পুলিশ।
বুধবার (৮ জুন) বিকেল ৩টার দিকে উপজেলার জিউধরা গ্রামের পাজাখোলা এলাকা থেকে তাদের আটক করা হয়।
মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইদুর রহমান জানান, গোপন তথ্যের ভিত্তিতে বিকেলে পাজাখোলা এলাকা থেকে ওই চার যুবককে আটক করা হয়। এ সময় তাদের কাছে থাকা দুইটি ব্যাগ থেকে দেড় কেজি গাঁজা ও তাদের ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়। এ ঘটনায় আটকদের নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।