প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২৪, ২০২৪, ১১:১২ পি.এম || প্রকাশের তারিখঃ আগস্ট ৪, ২০২৩, ১১:৫৩ অপরাহ্ণ
বাগেরহাটে সাগরে ভেসে থাকা ১১ জেলে কে উদ্ধার করেন কোষ্টগার্ড
সাগরে ভেসে থাকা ১১ জেলে কে উদ্ধার করেন কোষ্টগার্ড
মেহেদী হাসান নয়ন,
বাগেরহাট বঙ্গোপসাগরে ইঞ্জিন বিকল হয়ে ভাসতে থাকা ফিশিং বোট থেকে ১১ জন জেলেকে জীবিত উদ্ধার করলো বাংলাদেশে কোস্ট গার্ড পশ্চিম জোন শুক্রবার (০৪ আগস্ট ২০২৩) বিকেলে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার আব্দুর রহমান এ তথ্য নিশ্চিত করে তিনি বলেন, গত ২৯ জুলাই বরগুনা জেলার পাথরঘাটা উপজেলা হতে ‘এফবি জোবায়েদ’ নামক ফিশিং বোট ১১ জন জেলেসহ মাছ ধরার উদ্দেশ্যে সাগরে মাছ ধরা শেষে ফেরার সময় বৃহস্পতিবার ০৩ আগস্ট জেফোড পয়েন্টের কাছে বৈরী আবহাওয়ায় অতিরিক্ত ঢেউয়ের কারণে ইঞ্জিন বিকল হয়ে নিয়ন্ত্রণহীনভাবে ভাসতে থাকে। এ ঘটনার সংবাদ পেয়ে বাংলাদেশ কোস্ট গার্ড পশ্চিম জোন এর উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে অভিযান পরিচালনা করে ১১ জন জেলেকে জীবিত উদ্ধার করে বিকল হয়ে যাওয়া ফিশিং বোটসহ নিরাপদে বিসিজি আউটপোস্ট দুবলায় নিয়ে আসা হয় অতঃপর খাবার এবং প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়। পরবর্তীতে উদ্ধারকৃত ফিশিং বোট ও জেলেদের মালিক পক্ষের নিকট হস্তান্তর করা হয়।
Copyright © 2024 নগর সংবাদ. All rights reserved.