সিরাজগঞ্জের সলঙ্গায় বাড়ির পাশের ডোবায় ডুবে শিহাব (৯) ও অনিক (৮) নামের দুই শিশুর মৃত্যু হয়েছে।
বুধবার (২৩ আগস্ট) দুপুরে সলঙ্গা বাসুদেবকোল দক্ষিণপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতরা হলো বাসুদেবকোল দক্ষিণপাড়া গ্রামের আব্দুল করিমের ছেলে শিহাব ও মনিরুল ইসলামের ছেলে অনিক।
স্থানীয় জানান, দুপুরে বাড়ির পাশের ডোবার পাশে শিহাব ও অনিক খেলাধুলা করছিল। পরে দুজন পানিতে ডুবে যায়। পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজি করেও তাদের পাইনি। পরে সন্ধ্যার দিকে ডোবায় দুজনকে ভাসতে দেখেন স্থানীয়রা। উদ্ধার করে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।