নগর সংবাদ।।কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের চকরিয়া উপজেলার হারবাং লালব্রিজ এলাকায় সড়ক দুর্ঘটনায় বান্দরবানের ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের একজন শিক্ষক নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) সকালে এ দুর্ঘটনা ঘটে।
নিহত নুরুল আলম বান্দরবান সদরের ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের (বিসিপিএসসি) জ্যেষ্ঠ শিক্ষক।
এদিকে তার মৃত্যুর সংবাদে প্রতিষ্ঠানটির শিক্ষক, ছাত্র-ছাত্রী ও অভিভাবকদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
জানা গেছে, সকালে ঢাকা থেকে ছেড়ে আসা যাত্রীবাহী একটি বাস চকরিয়ার হারবাং লালব্রিজ এলাকায় এলে বিপরীত দিক থেকে আসা চট্টগ্রামগামী একটি মাইক্রোবাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাইক্রোবাসে থাকা শিক্ষক নুরুল আলম ঘটনাস্থলে নিহত হন।