প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২২, ২০২৪, ৭:৪৩ এ.এম || প্রকাশের তারিখঃ জুন ২৪, ২০২৪, ৮:২৬ পূর্বাহ্ণ
বান্ধব ওয়েলফেয়ার অর্গানাইজেশন এবং বরানগর জগন্নাথ মন্দিরের উদ্যোগে রক্তদান শিবির ও স্বাস্থ্য পরীক্ষা ।
বান্ধব ওয়েলফেয়ার অর্গানাইজেশন এবং বরানগর জগন্নাথ মন্দিরের উদ্যোগে রক্তদান শিবির ও স্বাস্থ্য পরীক্ষা ।
”শম্পা দাস,সম্পাদক,নগর টিভি,দৈনিক নগরসংবাদ,নগরসংবাদ ২৪ডটকম,,কলকাতা ব্যুরো""
আজ ২৩ শে জুন রবিবার, ঠিক সকাল দশটায়, জগন্নাথ মন্দির সংলগ্ন এক রক্তদান শিবিরের আয়োজন এবং স্বাস্থ্য পরীক্ষার ব্যবস্থা করা হয়।, প্রতিবছরের ন্যায় এ বছরও এই আয়োজন করেন বান্ধব ওয়েলফেয়ার সোসাইটির সম্পাদক কমল পন্ডিত এবং সদস্যরা। আজ রক্তদান শিবিরের সাথে সাথে, ভোগ বিতরণেরও আয়োজন করা হয়।
শুধু তাই নয় কিছু অসহায় মানুষের হাতে বস্ত্র তুলে দেন এবং বিনা পয়সায় ইসিজির ব্যবস্থা করেন। রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন, এলাকার সবার প্রিয় মানুষ উন্নয়নের মানুষ সাংসদ সৌগত রায়, উপস্থিত ছিলেন বিধায়িকা সায়ন্তিকা ব্যানার্জি ,
দুজনের উপস্থিতিতে এই রক্তদান শিবিরের শুভ সূচনা হয়। যারা উপস্থিত ছিলেন বরানগর পৌরসভার পৌর মাতা শ্রীমতি অপর্ণা মৌলিক, উপ পৌর প্রধান দিলীপ নারায়ণ বসু , অঞ্জন পাল , উষা বেরা ,শান্তনু মজুমদার ,শংকর রাউত, রামকৃষ্ণ পাল, অমর পাল, শ্রীমতি আলপনা লাহা, বিশ্বজিৎ বর্ধন, বরানগর থানার অতীশ চ্যাটার্জী, জয়ন্ত রায় ও অন্যান্য সদস্যবৃন্দরা।
শুভ সূচনার পর এক একে অতিথিদের বরণ করে নেন সংস্থার তরফ থেকে, তাদেরকে উত্তরীয় পুষ্প স্তবক ও স্মারক দিয়ে সম্মানিত করেন, এবং মাননীয় সাংসদ সৌগত রায় মহাশয়ের হাতে একটি জগন্নাথ দেবের মূর্তি তুলে দেন,
শুধু রক্তদান শিবির নয়, বিনা পয়সায় স্বাস্থ্য পরীক্ষা ইসিজি ও অন্যান্য চিকিৎসার ব্যবস্থা করেন। প্রায় ৬০ থেকে ৭০ জন রক্তদাতা রক্ত ও স্বাস্থ্য পরীক্ষা করিয়েছেন, বেশ কয়েকজন বিনা পয়সায় ইসিজি করান,
যাহারা আজকে রক্ত দাতাদের কাছ থেকে রক্ত সংগ্রহ করেছেন, নেহেরু মেমোরিয়াল টেকনো গ্লোবাল হসপিটাল ব্লাড ব্যাংক,এর প্রচেষ্টায় সকলের সুস্থভাবে রক্ত ও স্বাস্থ্য পরীক্ষা করতে পেরেছেন, এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এলাকাবাসী, সংক্ষিপ্ত বক্তব্যের মধ্য দিয়ে সাংবাদিকদের বলেন, মাননীয় সাংসদ সৌগত রায় এবং বিধায়িকা সায়ন্তিকা ব্যানার্জি,
আমরা সব সময় ভালো কাজের পাশে আছি, সাথে আছি, যারা এই ধরনের উদ্যোগ নিয়ে ভালো কাজ করে থাকেন , আমরা সব সময় পাশে থাকার চেষ্টা করি,
এটা একটা সুন্দর উদ্যোগ, এবং কমল পন্ডিত মহাশয় প্রতিবছর নিজের চেষ্টায় এই উদ্যোগটা চালিয়ে যাচ্ছেন এর জন্য অশেষ ধন্যবাদ। যাহারা রক্ত দিয়েছেন তাদেরকে অশেষ ধন্যবাদ জানাই, কারণ এক ফোঁটা রক্ত একটা মানুষের জীবন ফিরিয়ে দিতে পারে, একফোঁটা রক্ত আরেকটি পরিবারের কারো উপকারে লাগে , তাই এই রক্তদান শিবিরে সকলে সহযোগিতার হাত বাড়িয়েছে তার জন্য অশেষ ধন্যবাদ। এর সাথে সাথে যারা স্বাস্থ্য পরীক্ষা করেছেন তাদেরকেও ধন্যবাদ জানিয়েছেন এখানে এসে তাদের স্বাস্থ্য পরীক্ষা করার জন্য। এবং বলেন যদি এই ধরনের কেউ উদ্যোগ নিয়ে থাকে নিশ্চয়ই আমরা তাহার পাশে থাকার চেষ্টা করব। ধন্যবাদ জানিয়েছেন ব্লাড ব্যাংকের ডক্টরদের।
”শম্পা দাস,সম্পাদক,নগর টিভি,দৈনিক নগরসংবাদ,নগরসংবাদ ২৪ডটকম,,কলকাতা ব্যুরো""
Copyright © 2024 নগর সংবাদ. All rights reserved.