বাবা লিটন মিয়ার সঙ্গে মোটরসাইকেলযোগে ময়মনসিংহ থেকে কলমাকান্দা নিজেদের বাড়ি যাচ্ছিল সদ্য এসএসসি পাশ করা তোবা আক্তার (১৬)।
পথে ছিটকে পড়লে পেছন দিক থেকে আসা একটি ট্রাক তোবাকে চাপা দেয়।
ঘটনাস্থলেই মারা যায় সে।
বুধবার (১১ জানুয়ারী) বিকালে নগরীর চায়না মোড় এলাকার এই দুর্ঘটনা ঘটে।
কোতোয়ালী মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) আসাদুজ্জামান এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, স্থানীয়রা থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে নিয়ে যায়। এই ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।