মঙ্গলবার ২০শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ১:০৯
শিরোনামঃ
প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে বাংলাদেশে জামায়াতে ইসলামীর কূটকৌশলের বিরুদ্ধে ইসিকে কঠোর ব্যবস্থা নিতে বলেন- বিএনপি তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন নেপাল,ভুটানের রাষ্ট্রদূত প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে ফুলের শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। চট্টগ্রামে ৩৩০ ‘দুষ্কৃতকারীর’ প্রবেশে -নিষেধাজ্ঞা চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)। কুরআনের আলোয় জীবন পরিচালনাই প্রকৃত সফলতা -দরবারে গাউসুল আযম মাইজভাণ্ডারী গাউসিয়া হক মনজিলের সাজ্জাদানশীন হযরত শাহসুফি সৈয়দ মোহাম্মদ হাসান মাইজভাণ্ডারী চৌহালীতে চুড়ান্ত ফাইনাল ফুটবল খেলা দেখতে জনতার ঢল অন্নদা ঠাকুরের আদ্যাপীঠে ৮ হাজার দুঃস্থকে বস্ত্রদান। বাংলাদেশে নির্বাচনী পর্যবেক্ষণ মিশন দেশের ৬৪টি প্রশাসনিক জেলায় ৫৬ জন দীর্ঘমেয়াদি পর্যবেক্ষক মাঠে নেমেছে শেখ হাসিনার মতো যেন আর দৈত্য-দানব না হয় সেজন্য ‘হ্যাঁ’ ভোট দিতে বলছি-প্রেস সচিব শফিকুল আলম

বাবার সঙ্গে ফোনে যোগাযোগের অনেকবার চেষ্টা করেছি-ডরিন

nagarsangbad24
  • প্রকাশিত: মে, ১৯, ২০২৪, ৯:২০ অপরাহ্ণ
  • ১৬২ ০৯ বার দেখা হয়েছে

 

 

 

বাবার সঙ্গে ফোনে যোগাযোগের অনেকবার চেষ্টা করেছি-ডরিন

বাবাকে ফোনে না পাওয়া এবং তার অবস্থান জানতে না পারায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা (ডিবি) কার্যালয় এসেছিলেন ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারের মেয়ে মুমতারিন ফেরদৌস ডরিন।

নিখোঁজ বাবার সন্ধান পেতে সহযোগিতা চাইতে ডিবি কার্যালয়ে এসে ডিএমপি অতিরিক্ত পুলিশ কমিশনার (গোয়েন্দা) মোহাম্মদ হারুন-অর-রশীদের সঙ্গে দেখা করেন তিনি।

রোববার (১৯ মে) সন্ধ্যা ৭টায় ডিবি কার্যালয়ের সামনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এতথ্য জানান ডরিন।

তিনি বলেন, তিন দিন ধরে বাবাকে ফোনে পাচ্ছি না। তার মোবাইল ফোনটি মাঝেমধ্যে খোলা পাই, আবার মাঝেমধ্যে বন্ধ পাই। পরে এই বিষয়ে আমি হারুন (ডিবি প্রধান) আঙ্কেলের সঙ্গে যোগাযোগ করি। হারুন আঙ্কেল আমাকে বলেছেন বিষয়টি তিনি দেখছেন। পরে আজকে আমি তার কার্যালয়ে আসি। হারুন আঙ্কেল আমাদের সহযোগিতা করছেন। মূলত, বাবাকে ফোনে না পাওয়ার কারণেই আমি ডিবি কার্যালয়ে এসেছি। আমি নিজেও দ্রুত সময়ের মধ্যে ইন্ডিয়া যাব। হারুন আঙ্কেল যেহেতু এই বিষয়ে কাজ করছেন, তাই তার কাছে এসেছি।

সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার চিকিৎসার জন্য নিয়মিত ভারতে যান কি-না এমন এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বাবার কানে বড় ধরনের সমস্যা আছে। তার একটি কান বন্ধ থাকে। এই জন্য তিনি নিয়মিত ভারতে চিকিৎসার করাতে আসা যাওয়া করেন।

আনোয়ারুল আজিম আনার চিকিৎসার জন্য ভারতের কোন জায়গায় গিয়েছিলেন এমন এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বাবা যাওয়ার আগে আমাদের বলেছেন যেহেতু সংসদ বন্ধ, সেহেতু তিনি দুই থেকে তিন দিনের জন্য ভারতে যাবেন চিকিৎসার জন্য। তিনি প্রথমে কলকাতায় যান, সেখানে এক আঙ্কেলের বাসায় উঠেন। পরে তিনি কলকাতার ওই আঙ্কেলের বাসায় রাতে থাকেন। পরের দিন সকালে বাবা কলকাতার ওই আঙ্কেলকে কাজ আছে বলে বের হয়ে যান। এরপর থেকে তাকে আর ফোনে পাওয়া যাচ্ছে না। সেটা আমাদের কলকাতার ওই আঙ্কেল জানিয়েছেন। এরপর আমরা বাবার সঙ্গে ফোনে যোগাযোগের অনেকবার চেষ্টা করেছি। আমার মোবাইল বন্ধ পাচ্ছি আবার খোলা পাচ্ছি। কিন্তু ফোন করলে কেউ ধরছে না। এই বিষয়গুলো আমি হারুন আঙ্কেলকে জানিয়েছি। এছাড়া আমার বাবার লোকেশন কোথায় আছে, এখন সেটা জানার জন্য আমি হারুন আঙ্কেলের কাছে এসেছি।

আনোয়ারুল আজিম আনার ভারতে গিয়ে অপহরণের শিকার হয়েছেন পরিবার এই সন্দেহ করছে কি-না জানতে চাইলে তার মেয়ে বলেন, না আমরা আপাতত এরকম কোনো সন্দেহ করছি না।

ভারতে কোনো ব্যবসায়িক লেনদেন ছিল কি-না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, না এরকম কিছু নেই।

আনোয়ারুল আজিম আনারের পরিবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে যোগাযোগ করেছে কি-না জানতে চাইলে তিনি বলেন, হ্যাঁ, আমরা যোগাযোগ করেছি। প্রধানমন্ত্রী বিষয়টি দেখছেন এবং আমাদেরকে আশ্বস্ত করেছেন।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০৩১  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০৩১  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell