রবিবার ৩১শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ রাত ১০:৫১
শিরোনামঃ
বিশ্ববিদ্যালয়ের ছাত্রীকে ধর্ষণের হুমকি দেওয়া এক পুলিশ কনস্টেবলকে দায়িত্ব থেকে প্রত্যাহার কুমিল্লায় বাড়ি থেকে মা ও মেয়ের লাশ উদ্ধার নুরুল হক নূরের ওপর নৃশংস হামলার তীব্র নিন্দা জানিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার-জড়িত কেউ রেহাই পাবে না বিএনপি ক্ষমতায় এলে সরকারি চাকরি ক্ষুদ্র জাতিগোষ্ঠীর জন্য কীভাবে সহজ করা যায় তা নিয়ে চিন্তা করবে-তারেক রহমান অজ্ঞান পার্টির মূল হোতা নিজেই জ্ঞান হারিয়ে ফেলেন তার কাছে থাকা জুস পান করে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের ওপর হামলার প্রতিবাদে ৩০ আগস্ট সারাদেশে বিক্ষোভ মিছিল কর্মসূচি পালন করবে -সরকারকে ২৪ ঘণ্টার আল্টিমেটাম রাজধানীতে জাতীয় পার্টি ও গণঅধিকার পরিষদের কর্মীদের মধ্যে সংঘর্ষ-আহত গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরকে দেখতে উপদেষ্টা আসিফ নজরুল,অবরুদ্ধ করে নেতাকর্মীরা নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচন পূর্ণ প্যানেলে জয়-সরকার হুমায়ুন কবির ও অ্যাডভোকেট এইচ এম আনোয়ার প্রধানের নেত্বাধীন প্যানেল’জামায়াত প্যানেল ভরাডুবি চীন সফর শেষে দেশে ফিরেছেন সেনাবাহিনী প্রধান আড়াইহাজারে আগ্নেয়াস্ত্র হাতে এক তরুণের ভিডিও ভাইরাল,আটক তরুণ

বামপন্থী দলগুলির আহবানে, বাংলা ভাষার বিরুদ্ধে– প্রতিবাদ মিছিল

nagarsangbad24
  • প্রকাশিত: জুলাই, ২৪, ২০২৫, ১:৩৬ পূর্বাহ্ণ
  • ৪৬ ০৯ বার দেখা হয়েছে

বামপন্থী দলগুলির আহবানে, বাংলা ভাষার বিরুদ্ধে– প্রতিবাদ মিছিল

””সম্পা দাস,–সম্পাদক,দৈনিক নগর সংবাদ,নগর সংবাদ ২৪ ডটকম,নগর টিভি,(ভারত) কলকাতা ব্যুরো””

২৩শে জুলাই বুধবার, দুপুর দুটোয়, ধর্মতলা লেলিন মূর্তির সামনে বামপন্থীর নটি সংগঠন একত্রিত হয়ে, বাংলা ভাষার বিরুদ্ধে প্রতিবাদ মিছিল করেন, এই মিছিল ধর্মতলা লেলিন মূর্তি থেকে শুরু করে রামলীলা পার্কে যান। কয়েক হাজার বামপন্থী সদস্য বিভিন্ন দলের এই মিছিলে পা মিলান।

মিছিলের প্রথম ভাগে উপস্থিত ছিলেন, কমরেড মহম্মদ সেলিম, কমরেড সূর্যকান্ত মিশ্র, কমরেড সুজন চক্রবর্তী, কমরেড অনাদি সাউথ থেকে শুরু করে বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দরা। এই মিছিলে যে সকল সংগঠন গুলি উপস্থিত ছিলেন তাহাদের মধ্যে:- সিপিআই(এম), সি পি আই (এম এল) , সিপিআই, এআইএফবি, আরএসপি, লিবারেশন, এম এফ বি, সারা ভারত ফরওয়ার্ড ব্লক, ওয়ার্কাস পার্টি, বলশেভিক পাটি, আর সি পি আই ।

মিছিল শুরু প্রাম্ভে কমরেড নেতারা, বাংলা ভাষাকে পরিবর্তন করার বিরুদ্ধে তীব্র নিন্দা করেন আর এস এস, বিজেপির বিরুদ্ধে। তাহারা বলেন দেশের বিভিন্ন প্রান্তে বাংলাভাষী, বিশেষত্ব খেটে খাওয়া মানুষদের উপর আরএসএস, বিজেপি বাহিনী অত্যাচার চালাচ্ছে, বিজেপি শাসিত রাজ্যে, খেটে খাওয়া শ্রমিকদের অবৈধ বাংলাদেশী অনুপ্রবেশকারী বলে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হচ্ছে এবং তাদেরকে জেলে বন্দী করা হচ্ছে।

আসামের বিজেপি সরকারের মুখ্যমন্ত্রীর বাংলাভাষী মানুষদের সম্পর্কে বিকৃতি ও বিদ্বেষপূর্ণ মন্তব্য করায় আমরা তীব্র নিন্দা করি, যে সকল পরিযায়ী শ্রমিকরা, পেটের জ্বালায় অন্যত্র গিয়ে কাজ করছে, যাদের কাছে আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড সবকিছুই রয়েছে, বিনা কারণে তাদের উপর অত্যাচার এবং পুলিশি হয়রানি চালাচ্ছে।

বাংলা ভাষা বাঙালির গর্ব, জে বাংলায় রবীন্দ্রনাথ জন্মেছেন, ক্ষুদিরাম জন্মেছেন, কবি সাহিত্যিক ও শিল্পিরা জন্মেছেন, যাদের লেখা পড়ে আমরা বড় হয়েছি, সেই বাংলা ভাষাকে, ভোটের তকমা লাগিয়ে পরিবর্তন করার চেষ্টা করছেন এবং সাধারণ মানুষকে ভয় দেখানোর চেষ্টা করছেন,

আমরা তা হতে দেব না, এক মাত্র বামপন্থী দল , যারা প্রতিবাদে রাস্তায় নেমে আসে, তারা এই অন্যায় হতে দেবে না, বিজেপি ও আর এস এস ভোটের ফায়দা লুটতেই, এনআরসির নামে ভোট বাতিল ও বাঙালি শ্রমিকদের অবৈধ বলে অন্যত্র পাঠিয়ে দেয়া হচ্ছে, শুধু একটা কথা মনে করিয়ে দিতে চাই, যদি কোনোভাবে আমাদের শ্রমিক ভাইদের কোন ক্ষতি হয়, তাহলে বাংলায় বিজেপিকে উৎখাত করে ছাড়বো।,

আমরা বহু অন্যায় অত্যাচার সহ্য করেছি, আমাদেরকে বহু গালি গালাজ করেছে, আমাদের পার্টির ছেলেদের উপর অত্যাচারও করেছে, আর আমরা সঙ্গবদ্ধ হয়ে দেখিয়ে দেবো বামপন্থীরা কি করতে পারে, আজ কেন্দ্রীয় সরকার ও রাজ্য সরকার মিলে সারা বাংলাকে অচলাবস্থা করতে চলেছে।, ছেলেমেয়েরা পড়াশোনা করেও রাস্তায় আন্দোলন করছে, ২৬,০০০ চাকরি হারিয়েছে, এবার ভোটকে কাজে লাগিয়ে এনআরসির নামে বাংলা ভাষার পরিবর্তন করতে চাই। এটা হতে দেবো না, আজকের মিছিল থেকে ছোট্ট একটা বার্তা দিলাম।

””সম্পা দাস,–সম্পাদক,দৈনিক নগর সংবাদ,নগর সংবাদ ২৪ ডটকম,নগর টিভি,(ভারত) কলকাতা ব্যুরো””

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

Archive Calendar

© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell