রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় বালুবাহী ড্রাম ট্রাকের চাপায় পলেন চাকমা (৩৫) নামে মোটরসাইকেলের এক আরোহী নিহত হয়েছেন।
সোমবার (০২ অক্টোবর) বিকেলে উপজেলার সাজেক ইউনিয়নের উদয়পুর সীমান্ত সড়কের মাচালং ১৪ কিলোমিটার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার বিকেলে বালুবাহী ট্রাকটি বালু নিয়ে সাজেক উদয়পুর সীমান্ত সড়ক দিয়ে যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলকে চাপা দিলে ঘটনাস্থলে মোটরসাইকেল আরোহী পলেন চাকমা মারা যান। পরে স্থানীয় জনতা ট্রাকটি জব্দ করে। তবে চালক পালিয়ে যায়।
সাজেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) দেবাশীষ রায় ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।