ফেনীতে বাস চাপায় হালিমা বেগম (৩৭) নামে পথচারী এক নারী নিহত হয়েছে । একই ঘটনায় গুরুতর আহত তার মেয়ে হার্নিফাকে (৪) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ওই নারী তার মেয়েকে নিয়ে ফুটপাত দিয়ে ফেনী শহরের দিকে আসছিলেন। বাথানিয়া নামক স্থানে এলে যাত্রীবাহী বাস চাপা দেয়। এতে ঘটনাস্থলে হালিমা বেগমের মৃত্যু হয় এবং তার মেয়েকে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। নিহত হালিমা বেগম ফেনী শহরতলীর পূর্ব বিজয়সিংহ এলাকার আমির হোসেনের স্ত্রী।
মহিপাল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা কামাল বলেন, গুরুতর আহত অবস্থায় মা-মেয়েকে হাসপাতালে নেওয়ার পর হালিমা আক্তার মারা গেছে বলে শুনেছি। বাসটি জব্দ করা হয়েছে। চালককে গ্রেপ্তার করে ফেনী মডেল থানায় মামলা দায়ের করে আদালতে সোপর্দ করা হবে।