বৃহস্পতিবার ১৬ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ রাত ৯:৪৩
শিরোনামঃ
বিএনপিকে ক্ষমতায় দেখতে চায় জনগণ: গিয়াসউদ্দিন আগামী বছর ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবেই-প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান জিরুনা ত্রিপুরা অপসারণ। পঞ্চগড়ে গৃহবধূকে হত্যার অভিযোগ স্বামী পলাতক-এলাকাবাসী ক্ষুব্ধ। মিরপুরে. পোশাক কারখানায় আগুনে নিহত ১৬- মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন ৬। শেখ হাসিনাসহ ২৬২ জনকে আদালতে হাজির হওয়ার জন্য পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ।। নারায়ণগঞ্জ কাইকার ব্রিজের ঝোপ থেকে বস্তাবন্দি যুবতীর মরদেহ উদ্ধার করে পুলিশ। খুলনায় ফিল্ম স্টাইলে দুর্বৃত্তের ছোড়া গুলিতে গুলিবিদ্ধ ২ যুবক সুবর্ণচরে অবৈধ সম্পর্কের দায়ে মাদ্রাসা সুপারসহ নারীকে আদালতে প্রেরণ  চৌহালীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালন

বিএনপিকে ক্ষমতায় দেখতে চায় জনগণ: গিয়াসউদ্দিন

shahalam
  • প্রকাশিত: অক্টোবর, ১৬, ২০২৫, ৯:৪১ অপরাহ্ণ
  • ২ ০৯ বার দেখা হয়েছে
বিএনপিকে ক্ষমতায় দেখতে চায় জনগণ: গিয়াসউদ্দিন

“ফ্যাসিষ্ট শেখ হাসিনা মানুষের ভোটাধিকার কেড়ে নিয়ে গণতন্ত্রকে ধ্বংস করেছে এবং তিন তিনটি জাতীয় সংসদ নির্বাচনকে প্রহসনে পরিণত করেছে।” এখন দেশবাসী গণতন্ত্রের পূর্ণাঙ্গ পুনরুদ্ধার দেখতে চায় এবং তাদের ভোটের অধিকার প্রয়োগের মাধ্যমে পছন্দের ব্যক্তিকে নির্বাচিত করে রাষ্ট্রীয় ক্ষমতায় পাঠাতে অধীর আগ্রহে অপেক্ষা করছে।

 

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) বিকেলে সিদ্ধিরগঞ্জের ১নং ওয়ার্ড বিএনপি আয়োজিত এক নির্বাচনী পথসভা ও লিফলেট বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন, কেন্দ্রীয় বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য, জেলা বিএনপির সাবেক সভাপতি এবং নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য, বীর মুক্তিযোদ্ধা মুহাম্মদ গিয়াসউদ্দিন।

 

গিয়াস উদ্দিন বলেন, দেশের সর্ববৃহৎ রাজনৈতিক দল হচ্ছে বিএনপি। প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের নেতৃত্বে দলটি দেশকে অগ্রগতির ধারায় উপনীত করেছিল এবং আন্তর্জাতিক অঙ্গনে সুনাম এনেছিল। তিনি বলেন, তার অবর্তমানে দেশনেত্রী বেগম খালেদা জিয়া তিন তিন বার জনগণের ভোটে প্রধানমন্ত্রী নির্বাচিত হয়ে দেশের উন্নয়ন ও কল্যাণে কাজ করে মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছেন। তিনি আরও উল্লেখ করেন, স্বৈরাচার বিরোধী আন্দোলনে প্রিয়নেতা তারেক রহমান বিদেশ থেকে নেতৃত্ব দিয়ে দল ও আন্দোলনকে সুসংগঠিত করেছেন।

 

সাবেক এই সংসদ সদস্য আরো বলেন, আজকে সমস্ত দেশবাসী বিশ্বাস করে যে আগামী নির্বাচনে বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় যেতে পারলে দেশের কল্যাণে এবং মানুষের উন্নয়নে কাজ করতে পারবে। এর কারণ হিসেবে তিনি বলেন, “বিএনপি সর্ববৃহৎ রাজনৈতিক দল এবং বিএনপির মধ্যে রয়েছে রাষ্ট্র কিভাবে পরিচালিত করতে হয়, সেই অতীত অভিজ্ঞতা।”

 

গিয়াস উদ্দিন জনগণকে উদ্দেশ করে বলেন, অন্য রাজনৈতিক দলগুলোর জনপ্রিয়তা ও রাষ্ট্র পরিচালনায় তাদের ভূমিকা সম্পর্কে জনগণ অবগত। সেই কারণে দেশবাসী অধীর আগ্রহে অপেক্ষা করছে। নির্বাচন এলেই জনগণ বিএনপি মনোনীত প্রার্থীদেকে ধানের শীষে ভোট দিয়ে বিজয়ী করে বিএনপিকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দেবে।

 

নাসিক ১নং ওয়ার্ড বিএনপির সভাপতি রওশন আলীর সভাপতিত্বে ও সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক জয়নাল আবেদীনের সঞ্চালনায় উক্ত পথসভায় উপস্থিত ছিলেন সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সভাপতি মাজেদুল ইসলাম, সাবেক সভাপতি আব্দুল হাই রাজু, সাবেক সাধারণ সম্পাদক এমএ হালিম জুয়েল, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সহ-সভাপতি জিএম সাদরিল, মোস্তফা কামাল, সেলিম মাহমুদ, ডিএইচ বাবুল, এ্যাড. মাসুদুজ্জামান মন্টু, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবুল হোসেন, যুগ্ম সম্পাদক কামরুল হাসান শরীফ, সাংগঠনিক সম্পাদক আকবর হোসেন, দপ্তর সম্পাদক ডা. মাসুদ করিম, শ্রম-বিষয়ক সম্পাদক মোশারফ হোসেন, নারায়ণগঞ্জ জেলা কৃষকদলের সাবেক সদস্য সচিব কায়সার রিফাত, নাসিক ১নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক সালাউদ্দিন, ৩নং ওয়ার্ড বিএনপির সভাপতি তৈয়ব হোসেন, সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম ভূইয়া, সহ-সভাপতি কাজী শাকিল, নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সদস্য শহিদুল ইসলাম, সিদ্ধিরগঞ্জ থানা ছাত্রদলের সাবেক সভাপতি একে হিরা, সাবেক সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন রনি, যুবদল নেতা জাকির হোসেন ও রোমান প্রমূখ।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০৩১  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০৩১  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell