স্টাফ রিপোর্টার।।
বিএনপির গুলশান কার্যালয়ের সামনে থেকে গ্রেপ্তার যুবক রিমান্ডেবিএনপির গুলশান কার্যালয়ের সামনে থেকে ইনামে হামীম নামে গ্রেপ্তার যুবককে জিজ্ঞাসাবাদের জন্য তিনদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
সোমবার (০৫ জানুয়ারি) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলাম রিমান্ডের এ আদেশ দেন।
এদিন তাকে আদালতে হাজির করে গুলশান থানার প্রতারণা ও জাল-জালিয়াতির মামলায় জিজ্ঞাসাবাদের জন্য সাতদিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা সংশ্লিষ্ট থানার উপপরিদর্শক শেখ সাইফুল ইসলাম।
রিমান্ড আবেদনে বলা হয়, প্রাথমিকভাবে জানা আসামিকে জিজ্ঞাসাবাদে যায়, এ আসামি অসদুদ্দেশ্যে তার একাধিক জাতীয় পরিচয়পত্র নকল (জাল) তৈরি করে প্রতারণা করার মাধ্যমে ধর্তব্য অপরাধ সংঘটনের উদ্দেশ্যে ওই এলাকায় ঘোরাফেরা করছিল।
আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে এ আসামি ওই স্থানে নাশকতার উদ্দেশ্যে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করছিল মর্মে প্রাথমিকভাবে প্রতীয়মান হয়।
তিনি নির্বাচনবিরোধী কোনো কাজের সঙ্গে সংযুক্ত হয়েছেন মর্মে সন্দেহ করা হচ্ছে। এ ছাড়া গ্রেপ্তার ব্যক্তি নিজের ছবি ব্যবহার করে তিনটি জাতীয় পরিচয়পত্র বহন করেন, যা যে কোনো সময় রাষ্ট্রবিরোধী কাজে ব্যবহার করতে পারেন মর্মে সন্দেহ হচ্ছে।
জিজ্ঞাসাবাদে এ আসামি এই মামলার ঘটনায় সত্যতা স্বীকার করেন।
প্রাথমিক তদন্তে আসামি মামলার ঘটনার সঙ্গে জড়িত আছেন মর্মে সাক্ষ্য-প্রমাণ পাওয়া যাচ্ছে। মামলা সম্পর্কে বিস্তারিত জানার জন্য তদন্ত অব্যাহত রয়েছে। মামলার মূল রহস্য উদঘাটনসহ সাত কারণে তার সাতদিনের রিমান্ড দরকার।
রাষ্ট্রপক্ষে অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর মুহাম্মদ শামছুদ্দোহা সুমন রিমান্ড আবেদনের পক্ষে শুনানি করেন।
আসামিপক্ষে অ্যাডভোকেট মো. আসাদুজ্জামান রিমান্ড বাতিলসহ জামিন আবেদন করেন। উভয়পক্ষের শুনানি শেষে আদালত তার তিনদিনের রিমান্ডের আদেশ দেন।
এর আগে রোববার বিকেল ৩টা ৪০ মিনিটের দিকে ইনামে হামীমকে গুলশানের ৮৬ নং রোডের বিএনপি কার্যালয়ের সামনে থেকে আটক করে পুলিশে খবর দেয় চেয়ারপারসন সিকিউরিটি ফোর্সের (সিএসএফ) সদস্যরা।
পুলিশের জিজ্ঞাসাবাদে তিনি অসংলগ্ন কথা বলেন। এরপর তার দেহ তল্লাশি করে তিনটি জাতীয় পরিচয়পত্র, পাঁচটি বিভিন্ন ব্যাংকের চেক বই উদ্ধার করা হয়।
পরে পুলিশ তাকে থানায় নিয়ে তার বিরুদ্ধে প্রতারণা ও জাল-জালিয়াতির মামলা করে।