মাহমুদুল হাসান, চৌহালী- (সিরাজগঞ্জ) প্রতিনিধি সিরাজগঞ্জের চৌহালী উপজেলা বিএনপির সভাপতি মোঃ জাহিদ মোল্লার নামে মিথ্যা মামলা ও মিথ্যা সংবাদ পরিবেশনের প্রতিবাদে মানববন্ধন ও সাংবাদিক সম্মেলন করেছেন দলীয় নেতৃবৃন্দ। আজ ১ ফেব্রয়ারী শনিবার দুপুরে উপজেলার বিএনপির কার্যালয় এ সংবাদ সম্মেলন করেন দলীয় নেতৃবৃন্দ নিয়ে। চৌহালী উপজেলা মৎস্যজীবি দলের সহ-সভাপতি ওসমান আলী বাদী হয়ে আদালতে পিটিশন মামলাটি দায়ের ও দৈনিক এবং অনলাইনে বিভিন্ন শিরোনামে প্রকাশিত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদে সাংবাদিক সম্মেলন করা হয়।
৩০শে জানুয়ার বিএনপি'র সভাপতি জাহিদ মোল্লা ও দলের নেতৃবৃন্দের বিরুদ্ধে চাঁদাবাজি হত্যার হুমকি সহ নানা শিরোনামে বিভিন্ন পত্রিকায় প্রকাশিত সংবাদ মিথ্যা বানোয়াট ভিত্তিহীন বলে সভাপতি মো, জাহিদ মোল্লা লিখিত বক্তব্যে এসব কথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ক্বারী মোঃ মইনুল ইসলাম, সাবেক সভাপতি মোঃ আনোয়ার হোসেন মোল্লা, সাবেক সভাপতি মোঃ ইউনুস শিকদার, উপজেলা বিএনপির উপদেষ্টা সদস্য মোঃ মিজানুর রহমান, উপজেলা বিএনপির যুগ্ন সম্পাদক মোঃ ইসমাইল হোসেন জাবিউল্লাহ প্রমুখ। এছাড়াও সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপি অঙ্গ ও সহযোগে সংগঠনের নেতৃবৃন্দ।