প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২৪, ২০২৪, ৩:০৩ এ.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারি ৩১, ২০২৩, ১২:৪৬ পূর্বাহ্ণ
বিএনপি বলেছিলো ১০ তারিখে খালেদা জিয়া দেশ চালাবে ও ১১ তারিখে তারেক জিয়া আসবে, আসে নাই। তখন একটি টেলিভিশনে আমি বলেছিলাম ঘোড়ার ডিম হবে-–৪ আসনের সাংসদ শামীম ওসমান
বিএনপি বলেছিলো ১০ তারিখে খালেদা জিয়া দেশ চালাবে ও ১১ তারিখে তারেক জিয়া আসবে, আসে নাই। তখন একটি টেলিভিশনে আমি বলেছিলাম ঘোড়ার ডিম হবে-–৪ আসনের সাংসদ শামীম ওসমান
বিএনপির সমালোচনা করে নারায়ণগঞ্জ– ঘোড়া যেমন ডিম পাড়ে না, আমার মনে হয় তাদের আর সুযোগ আসবে না।
দুপুরেনারায়ণগঞ্জজেলাআইনজীবীসমিতির(২০২৩২৪) নির্বাচন পরিদর্শনে এসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এ কথা বলেন।
‘বিএনপি এখন দুই ভাগে বিভক্ত’ মন্তব্য করে তিনি বলেন একটা হচ্ছে আম্মা গ্রুপ আরেকটা ভাইয়া গ্রুপ। ভাইয়া গ্রুপ যে খুনি দেশের বাইরে বসে আছে সে ব্যক্তি স্বার্থের জন্য বিএনপির বহু নেতাকর্মীকে ধ্বংশ করছে। তার টার্গেট এ নির্বাচন না। তার টর্গেট হচ্ছে সে যেনো দেশে ফিরতে পারে এবং ১৩–১৪তে যেভাবে মানুষকে পুড়িয়ে মেরেছিলো সে পন্থা ব্যবহার করে তারা ষড়যন্ত্র করার চেষ্টা করবে।
সামনে নির্বাচনী খেলা হবে উল্লেখ করে সরকারদলীয় এ সাংসদ বলেন, বিএনপি নির্বাচনে আসবে কি আসবে না; এ ব্যাপারে আমাদের চিন্তা নাই। দায়িত্ব নিয়ে বলতে চাই, বিএনপির স্থায়ী কমিটির মধ্যে যদি ১০ জন থাকে ৯ জনই চায় নির্বাচন করতে। যদিও নির্বাচন দেরি আছে আমরা দেখি। এই ৫৪–৫২ জোট এগুলো দিয়ে কাজ হবে না। সামনে যে খেলা হবে ওই খেলাতে নির্বাচনী খেলা হবে।
এসময় তার সাথে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক অ্যাডভোকেট আবু হাসনাত শহীদ বাদল, মহানগর আওয়ামী লীগের সাধারন সম্পাদক অ্যাডভোকেট খোকন সাহা, সোনারগাঁ যুবলীগের সাধারন সম্পাদক আলী হায়দার, জেলা ছাত্রলীগের সাবেক সহ–সভাপতি সোহাগ রনি, ছগীর আহমেদসহ প্রমুখ।
Copyright © 2024 নগর সংবাদ. All rights reserved.