পণ্য মোড়কজাতকরণ নিবন্ধন সনদ ও ব্যবহৃত ডিজিটাল স্কেলের ভেরিফিকেশন সনদ না থাকায় বিক্রমপুর মিষ্টান্ন ভান্ডারের দুই শাখা প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা করে জরিমানা করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)।
মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) রাজধানীর ধানমন্ডি এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এ জরিমানা করা হয়।
এর মধ্যে সাতমসজিদ রোডে অবস্থিত বিক্রমপুর মিষ্টান্ন ভান্ডারের একটি শাখাকে পণ্য মোড়কজাতকরণ নিবন্ধন সনদ ও ব্যবহৃত ডিজিটাল স্কেলের ভেরিফিকেশন সনদ না থাকায় ২৫ হাজার টাকা জরিমানা করা হয়। কলাবাগান মেইন শাখার আওতাধীন একটি শাখাকে দই, চিড়াভাজা, শনপাপড়ি ও গাওয়া ঘি পণ্যের মোড়কজাতকরণ নিবন্ধন সনদ এবং ব্যবহৃত ডিজিটাল ওজনযন্ত্রের ভেরিফিকেশন সনদ না থাকায় ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানে বিএসটিআইর নির্বাহী ম্যাজিস্ট্রেট বেগম রাশিদা আক্তারের নেতৃত্বে পরিদর্শক মাসুদুল হক অংশ নেন।