চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় কর্ণফুলী ক্রীড়া পরিষদ আয়োজিত মহান বিজয় দিবস ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধনী খেলা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার ২০ ডিসেম্বর ২০২৪ ইংরেজি দুপুর ২.৩০টায় পোমরা উচ্চ বিদ্যালয় মাঠে পরিষদের সভাপতি শাহনেওয়াজ চৌধুরী ডাবলুর সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে উদ্বোধক ছিলেন সংগঠনের উপদেষ্টা আবদুল করিম চৌধুরী। উদ্বোধনী খেলায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সদস্যও রাঙ্গুনিয়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক মোহাম্মদ মহসিন, প্রধান বক্তা ছিলেন পদ্মা ক্রাউন লিমিটেডের জেনারেল ম্যানেজার ছদরুল আলম চৌধুরী বাবলু। সংগঠনের অর্থ সম্পাদক মোহাম্মদ মঞ্জুরুল ইসলামের সঞ্চালনে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন সাবেক চেয়ারম্যান জাহাঙ্গীর আলম চৌধুরী, রাজনীতিবিদ জোনাইদুল আলম চৌধুরী, চট্টগ্রাম জর্জ কোর্টের এজিপি এডভোকেট হাসান মাহমুদ চৌধুরী, রাঙ্গুনিয়া প্রেসক্লাবের সভাপতি অনিরুদ্ধ অপু। উদ্বোধনী খেলায় সংবর্ধেয় অতিথি ছিলেন প্রবাসী কর্ণফুলী ক্রীড়া পরিষদের সিনিয়র সহসভাপতি হাজী ওসমান গনি, সাধারণ সম্পাদক মাসুদ করিম সুমন, প্রবাসী কমিউনিটি লিডার আবুল কাশেম, তারেক জে আর, আবু আহমদ, মুহাম্মদ ফয়েজ, নাছির উদ্দীন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার কাজী রাশেদ, সিনিয়র সহসভাপতি তানসেন বড়ুয়া, সাংগঠনিক সম্পাদক আল হাসান মনজু, দফতর সম্পাদক আবু বক্কর। উদ্বোধনী খেলায় প্রতিদ্বন্দ্বিতা করেন উল্কা সংঘ বনাম পাহাড়তলী ফুটবল একাডেমি। নক আউট পদ্ধতিতে অনুষ্ঠিত খেলায় উল্কা সংঘ ২-০ গোলে পাহাড়তলী ফুটবল একাডেমিকে পরাজিত করে সেমিফাইনাল নিশ্চিত করে। খেলায় ম্যন অব দ্য ম্যাচ হয়েছে উল্কা সংঘের নাইজেরিয়ার খেলোয়াড় মিস্টার স্যামসাং ও প্রথম গোলদাতা হিসেবে ৫হাজার টাকা মুল্যের প্রাইজমানি পুরস্কার পান শাহাদাত হোসেন রনি। আজ শনিবার (২১ডিসেম্বর) দ্বিতীয় ম্যাচে প্রতিদ্বন্ধিতা করবে বড়ইছড়ি ফুটবল একাডেমি বনাম কদমপুর ফুটবল একাডেমি।