প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ৬, ২০২৫, ১:৪৫ এ.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারি ১, ২০২৫, ১২:৫০ পূর্বাহ্ণ
বিদায় ২০২৪ সারাদেশে না না আয়োজনে ২০২৫ বরন
বিদায় ২০২৪ সারাদেশে না না আয়োজনে ২০২৫ বরন
নারায়ণগঞ্জ প্রতিনিধি।।
নারায়ণগঞ্জের পুরাতনকে বিদায় জানিয়ে নতুন বছরকে স্বাগত জানাতে শহরবাসীকে আকাশজুড়ে আতশবাজি, পটকা ফোটাতে দেখা গেছে।
পুরো আকাশজুড়ে আতশবাজির আলোর ঝলকানিতে জেলাবাসী স্বাগত জানিয়েছে নতুন বছর ২০২৫ কে
মঙ্গলবার (৩১ ডিসেম্বর) রাত ১২টা ১ মিনিট থেকে শুরু হয় আতশবাজি, পটকা ফোটানো। পাশাপাশি শহরজুড়ে আকাশে উড়তে গেছে রঙ বেরংয়ের ফানুস।
পুরাতন সব গ্লানিকে বিদায় করে নতুন বছর নতুন প্রত্যাশায় স্বাগত জানায় জেলাবাসী।
এ সময় জেলার বিভিন্ন এলাকায় এলাকায় আতশবাজির পাশাপাশি বলতে শোনা যায়, হ্যাপি নিউজ ইয়ার।
এবার জেলাবাসীর প্রত্যাশা, পুরাতন সব গ্লানি দূর হয়ে যাবে। আর কোনো অপশক্তি এদেশের মানুষকে নিয়ন্ত্রণের চেষ্টা করবে না। নতুন প্রত্যয়ে দেশ গড়ার কাজে নারায়ণগঞ্জবাসীও দেশবাসীর সঙ্গে এক সঙ্গে কাজ করবে।বি
Copyright © 2025 নগর সংবাদ. All rights reserved.