নগর সংবাদ।।পঞ্চগড়ে বিদ্যুৎস্পৃষ্টে শহিদুল ইসলাম (৪০) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১৪ জুন) সকালে পঞ্চগড় উপজেলা সদরের মাগুড়া আজাদপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় ও পরিবার সূত্র জানায়, সকালে বৃষ্টি শুরু হলে ঘরে টিভি থেকে ডিস ক্যাবলের সংযোগ বিচ্ছিন্ন করতে যান শহিদুল ইসলাম। এ সময় তিনি বিদ্যুতায়িত হয়ে পড়েন। পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে পঞ্চগড় সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ মিঞা বলেন, এ ঘটনায় অপমৃত্যু মামলা করা হয়েছে।