প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২১, ২০২৫, ৮:৫৭ এ.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ১৭, ২০২৫, ৬:৫১ পূর্বাহ্ণ
বিধায়ক এর উপস্থিতিতে,শুভ নববর্ষের শোভাযাত্রা বেলুড় মঠ থেকে বেলুড় নেতাজী পার্ক পর্যন্ত।
বিধায়ক এর উপস্থিতিতে,শুভ নববর্ষের শোভাযাত্রা বেলুড় মঠ থেকে বেলুড় নেতাজী পার্ক পর্যন্ত।
""সম্পা দাস,সম্পাদক, নগর টিভি, দৈনিক নগর সংবাদ, নগর সংবাদ ২৪ ডটকম ""কলকাতা বু্রো"
১৫ ই এপ্রিল মঙ্গলবার, শুভ নববর্ষে সকালে, বালির বিধায়ক ডা: রানা চ্যাটার্জীর উপস্থিতিতে, বেলুড় মঠের মূল গেট থেকে একটি সুন্দর শোভাযাত্রা শুরু হয়, এই শোভাযাত্রা বেলুড় মঠ থেকে নেতাজী বেলুড় পার্কে শেষ হয়। এরপর ভক্তদের সমাগমে পূজা অর্চনা এবং প্রার্থনা করেন, যাতে বছরটা ভালো যায়, এবং বেলুড় মঠের মূল মন্দির, রামকৃষ্ণ মন্দিরে পূজা অর্চনা করলেন বিধায়ক ডা: রানা চ্যাটার্জী। শোভাযাত্রায় উপস্থিত ছিলেন বিধায়ক ডা: রানা চ্যাটার্জী সহ এলাকার সকল পরিবারের ছোট ছোট ছেলে মেয়েরা এবং অভিভাবকেরা, সুন্দর নিত্য ও সঙ্গীতের মধ্য দিয়ে এই শোভাযাত্রা পায়ে পায়ে এগোতে থাকে, এবং

সকলের মুখে ধ্বনিত হয় এসো হে বৈশাখ, এসো এসো, বৈশাখ মানেই কবিগুরু রবীন্দ্রনাথের কথা মনে পড়ে, তাই আজ নববর্ষের প্রথম দিনে স্বামীজীর পূর্ণভূমি, স্বামীজিকে শ্রদ্ধা জানিয়ে, আমাদের শোভাযাত্রা শুরু হয়, এই পথসভা নেতাজি পার্কে শেষ হওয়ার পর একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের ও আয়োজন করা হয় যেখানে এই সকল ছোট ছোট ছেলে মেয়েরা তাদের নিত্য পরিবেশন করবেন এবং কবিতায় ও গানে ভরে উঠবে আজকের বৈশাখ। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকের দিনটিকে পশ্চিমবঙ্গ দিবস হিসেবে ঘোষণা করেছেন।https://youtu.be/9a2uIKURV68
বাঙ্গালীদের নববর্ষ মানেই ১লা বৈশাখ, আনন্দ হুল্লোর খাওয়া দাওয়া এবং বাঙ্গালীদের বাঙালিয়ানা পোষাকে ভরে উঠবে সারা দেশ। সকাল থেকেই বেলুড় মঠ প্রাঙ্গণ ভরে উঠেছে ছোট ছোট ছেলে মেয়েদের এবং অভিভাবকদের উপস্থিতি, মাননীয় বিধায়ক বলেন, আমার খুব ভালো লাগছে, যে এই সকল ছোট ছোট ছেলেমেয়েরা সুন্দর নৃত্যের মধ্য দিয়ে আহ্বান জানাচ্ছেন, আমার ভালো লাগছে পরিবারের লোকেরা আমার সাথে পায়ে পা মিলিয়েছে, সকলের কণ্ঠে ধ্বনিত হচ্ছে রবীন্দ্রনাথের গান, মন্দিরে মন্দিরে নববর্ষের পুজোতে মেতে উঠছে এলাকাবাসী ও দোকানদারেরা, ওর থেকে ডালি নিয়ে যেমন মন্দিরে ভিড় করেছেন, তেমনি বিভিন্ন জায়গায় আজ নববর্ষে শোভাযাত্রা সহকারে পালিত হচ্ছে ১লা বৈশাখ। সবার শেষে একটা কথাই বলবো, প্রতিটি দিন ও প্রতিটি মুহূর্ত সবার ভাল যাক, ভালো কাটুক, সবার মুখে হাসি ফুটে উঠুক থাকুক। সবাই জানো সুস্থ থাকে এই কামনাই করি। সব দুঃখ কষ্ট ভুলে আজ আমরা নববর্ষে মেতে উঠি।

""সম্পা দাস,সম্পাদক, নগর টিভি, দৈনিক নগর সংবাদ, নগর সংবাদ ২৪ ডটকম ""কলকাতা বু্রো"
Copyright © 2025 নগর সংবাদ. All rights reserved.