প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২২, ২০২৪, ৯:২৯ এ.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ৯, ২০২৪, ১১:১৫ পূর্বাহ্ণ
বিবেকানন্দ সেবা প্রতিষ্ঠানের দুর্গা প্রতিমার শুভ উদ্বোধন হলো, কুড়ি তম বছরে পদার্পণ করলো
বিবেকানন্দ সেবা প্রতিষ্ঠানের দুর্গা প্রতিমার শুভ উদ্বোধন হলো, কুড়ি তম বছরে পদার্পণ করলো
”শম্পা দাস,সম্পাদক,নগর টিভি,দৈনিক নগরসংবাদ,নগরসংবাদ ২৪ডটকম,,কলকাতা ব্যুরো""
৮ই অক্টোবর মঙ্গলবার। ঠিক রাত্রি আটটায় ডানলপ বিবেকানন্দ সেবা প্রতিষ্ঠানের এবারের দুর্গা প্রতিমা কুড়ি বছরের পদার্পণ করল, তারি শুভ সূচনা হয়ে গেল সুন্দর সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে। শুভ সূচনা করলেন বেলুড় মঠের মধু মহারাজ। প্রতিমার দ্বার উদঘাটন করেন ফিতে কেটে ও প্রদীপ প্রজ্জ্বলন এর মধ্য দিয়ে,
এরপর প্রত্যেক অতিথিকে উত্তরীয় ব্যাচ পড়িয়ে এবং স্মারক হাতে দিয়ে সম্মানিত করেন। এই প্রতিষ্ঠানটি ২৮ বছর আগে প্রতিষ্ঠিত হয়েছিল। উপস্থিত ছিলেন বেলুড় মঠের মধু মহারজ, সভাপতি সুব্রত সাহা,
সংগঠনের সম্পাদক সুশীল দাস, সাধারণ সম্পাদক জয়দেব পোদ্দার, সাংস্কৃতিক সেক্রেটারী সম্পদ রায়চৌধুরী, সহ-সম্পাদক কমল পন্ডিত, সমাজসেবী বাবু ঘোড়াই, পুলক ঘোষ।
এছাড়াও উপস্থিত ছিলেন আট নম্বর ওয়ার্ডের কাউন্সিলর নিলু গুপ্তা ,উপস্থিত ছিলেন সকল সদস্যবৃন্দ ও কর্মীবৃন্দ, এবং এলাকাবাসী।
বিবেকানন্দ সেবা প্রতিষ্ঠানের তরফ থেকে দরিদ্র পরিবারের, ছোট ছোট শিশু ও বৃদ্ধাদের ৫০ থেকে ৬০ জনকে জামা শাড়ি দান করেন, এছাড়াও তারা ৯ই অক্টোবর দক্ষিণেশ্বরে গিয়ে লুঙ্গি প্রদান করবেন,
সারা বছর বিবেকানন্দ সেবা প্রতিষ্ঠান বিভিন্ন রকম সমাজ সেবার কাজে এইভাবেই নিয়োজিতথাকেন
এবং দরিদ্র পরিবারের পাশে থাকেন। রক্তদান চক্ষু পরীক্ষা দরিদ্রদের বস্ত্র বিতরণ , এগুলো খাবার হাতে তুলে দেওয়া প্রভৃতি করে থাকেন।
”শম্পা দাস,সম্পাদক,নগর টিভি,দৈনিক নগরসংবাদ,নগরসংবাদ ২৪ডটকম,,কলকাতা ব্যুরো""
Copyright © 2024 নগর সংবাদ. All rights reserved.