আজ দেড়টার সময়, সারা বাংলা মোটর ভ্যান চালক ইউনিয়ন বিভিন্ন দাবী নিয়ে র্যালি করলেন রানী রাসমণি রোড পর্যন্ত এবং পরিবহনমন্ত্রী কে ডেপুটেশন দিলেন....। সুবোধ মল্লিক স্কোয়ারে বিভিন্ন জেলা থেকে দুই থেকে আড়াইহাজার মোটর ভ্যান চালক বিভিন্ন দিক দিয়ে রেলি করে তারা সুবোধ মল্লিক স্কোয়ারে জমায়েত হন এবং সেখান থেকে মিছিল করে রানী রাসমণি রোডে শেষ করেন , সেখানে সংক্ষিপ্ত বক্তৃতার মাধ্যমে রাজ্য সরকারকে বিভিন্ন দাবি জানান। বক্তিতা চলাকালীন পরিবহন দপ্তরের ডেপুটেশন দিতে যান প্রতিনিধি দল, মঞ্চে দাঁড়িয়ে বলেন যদিও মোটর ভ্যান চালক দের দাবী না মেনে নেয় ,তাহলে আমরা সমস্ত মোটর ভ্যান চালক দের নিয়ে ধর্মতলার ডরিনা ক্রসিং এ পথ অবরোধ করব, মিছিলে রাজ্য সরকারের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দিতে থাকেন মোটর ভ্যান চালক এবং মিছিলের সাথে ছিল বেশ কিছু ভিন্ন ধরনের ব্যানার তাতে মোটর ভ্যান চালক দের দাবি গুলি উল্লেখ করা হয়েছে, এমনকি তারা বলেন, প্রশাসনের লোক আমাদেরকে সুষ্ঠুভাবে ভ্যান চালাতে দিচ্ছে না আমাদের উপর বিভিন্ন রকম অত্যাচার করে চলেছে তাই আমরা এর প্রতিবাদ জানাই যদি আমাদের দাবি না মানে আমরা আরও বৃহত্তর আন্দোলনে নামবো, আমাদের দাবিগুলো সবাইকেই পূরণ করতে হবে ,কারণ প্রতিবারেই আমরা যখন দাবি জানায় গুটিকয়েক লাইসেন্স দিয়ে আর কাউকে লাইসেন্স দেওয়া হচ্ছে না, আমরা আর মেনে নেব না, দাবিগুলো হলো ... মোটর ভ্যান চালক দের সরকারি স্থায়ী লাইসেন্স অবিলম্বে দিতে হবে ,...মোটর ভ্যান চালক দের পরিবহন শ্রমিক হিসাবে স্বীকৃতি দিয়ে পরিচয় পত্র এবং সামাজিক সুরক্ষার ব্যবস্থা করতে হবে .....,মোটর ভ্যান চালক দের উপর পুলিশ প্রশাসনের হয়রানি বন্ধ করতে হবে...., যারা টিআইএন পাননি তাদের দ্রুত টিআইএন দেওয়ার ব্যবস্থা করতে হবে...., মোটর ভ্যান চালক দের জন্য দুর্ঘটনাজনিত বীমা চালু করতে হবে ....,মোটর ভ্যান চালক দের জন্য ট্যাক্স ডিজেল সরবরাহ করতে হবে...., মোটর ভ্যান চালক দের জন্য পিএফ পেনশন চালু করতে হবে,...., শুধু তাই নয় ,আজকে একইসাথে বীরভূমের রামপুরহাটের পৈশাচিক গনহত্যার নিরপেক্ষ তদন্ত ও দোষীদের উপযুক্ত শাস্তির দাবিতে প্রস্তাব নেওয়া হয়, এছাড়াও মঞ্চে দাঁড়িয়ে 28 ও 29শে মার্চ ধর্মঘট কে সফল করার জন্য ডাক দেন, মিছিলের সম্মুখে উপস্থিত ছিলেন এ আই ইউ টি ইউ সির , রাজ্য সভাপতি অশোক দাস, রাজ্য সম্পাদক দীপক চৌধুরী ,সহ জগদীশ শাসমল, অংশুধর মণ্ডল,দীনেশ মেইআপ ,গৌড় মিস্ত্রি ,পূর্ণ বেরা, গোপাল দেবনাথ সহ জেলার মোটর ভ্যান চালকরা....,। মল্লিক পার্কের সামনে জমায়েত হয় রানী রাসমণি রোড পর্যন্ত মিছিল করেন