প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২৫, ২০২৪, ৮:৫০ পি.এম || প্রকাশের তারিখঃ জুলাই ৮, ২০২৪, ৮:৩২ পূর্বাহ্ণ
বিমানবাহিনী প্রধান এয়ার মার্শাল হাসান মাহমুদ খানকে ‘এয়ার চিফ মার্শাল’ র্যাংক ব্যাজ পরানো হয়
বিমানবাহিনী প্রধান এয়ার মার্শাল হাসান মাহমুদ খানকে ‘এয়ার চিফ মার্শাল’ র্যাংক ব্যাজ পরানো হয়
- মাহবুব আলমঃ
রবিবার (৭ জুলাই) গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে তাকে এ র্যাংক ব্যাজ পরানো হয়। তাকে র্যাংক ব্যাজটি পরিয়ে দেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান ও নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান। র্যাংক-ব্যাজ পরিধানের পর নবনিযুক্ত বিমানবাহিনী প্রধানকে ফুল দিয়ে অভিনন্দন জানান প্রধানমন্ত্রী।
এ সময় প্রধানমন্ত্রীর সামরিক উপদেষ্টা, সামরিক সচিবসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। গত ২৬ মার্চ এয়ার ভাইস মার্শাল হাসান মাহমুদকে এয়ার মার্শাল পদে পদোন্নতি দিয়ে বিমান বাহিনীর নতুন প্রধান হিসাবে নিয়োগ দেওয়া হয়। তিনি ১১ জুন থেকে বাংলাদেশ বিমান বাহিনীর প্রধান হিসেবে তিন বছরের জন্য দায়িত্ব পালন শুরু করেন। হাসান মাহমুদ বিদায়ী বিমানবাহিনী প্রধান ‘এয়ার চিফ মার্শাল’ শেখ আব্দুল হান্নানের স্থলাভিষিক্ত হয়েছিলেন।
Copyright © 2024 নগর সংবাদ. All rights reserved.