প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২১, ২০২৫, ৯:০১ এ.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ৮, ২০২৫, ৯:৩১ অপরাহ্ণ
বিরিয়ানি হাউসকে লাখ টাকা জরিমানা
বিরিয়ানি হাউসকে লাখ টাকা জরিমানা
চট্টগ্রাম নিউমার্কেট এলাকার হাজী বিরিয়ানি হাউসকে এক লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
মঙ্গলবার (৮ এপ্রিল) গরু ও মহিষের নলি জাতীয় পচাগলা দুর্গন্ধযুক্ত মাংস বিক্রির উদ্দেশ্যে সংরক্ষণ, কাঁচা মাংস জাতীয় খাবারের সঙ্গে রান্না করা খাবার, মেয়াদহীন বোরহানি বিক্রির উদ্দেশ্য সংরক্ষণ এবং অজ্ঞাত ও অপ্রচলিত মসলা ব্যবহারের দায়ে এ জরিমানা করা হয়েছে।
সিএমপির সহায়তায় এ অভিযান পরিচালনা করেন অধিদপ্তরের সহকারী পরিচালক রানা দেবনাথ, মো. আনিছুর রহমান ও মাহমুদা আক্তার। উপস্থিত ছিলেন আলোকচিত্রী মো. আফতাবুজ্জামান।
একই অভিযানে এবিপি রেস্টুরেন্টে অপরিচ্ছন্নতা এবং খাবারে ক্ষতিকর রং ব্যবহারের কারণে ছয় হাজার টাকা, হোটেল হান্নান আল ফয়েজ অ্যান্ড রেস্তোরাঁয় অপরিচ্ছন্নতা, খাদ্যদ্রব্যে তেলাপোকার উপস্থিতির কারণে ২০ হাজার টাকা, হাজী নান্না বিরিয়ানি হাউসে অপরিচ্ছন্নতা এবং মেয়াদোত্তীর্ণ বোরহানি বিক্রির দায়ে ৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
জনস্বার্থে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের এ তদারকি কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছেন কর্মকর্তারা।
Copyright © 2025 নগর সংবাদ. All rights reserved.