নগর সংবাদ।।পদ্মা সেতু বিরোধীরা দীর্ঘদিন ক্ষমতায় ছিলেন, কিন্তু এমন সুন্দর সেতু উপহার দিতে পারেননি বলে মন্তব্য করেছেন সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন।
শনিবার (৩ সেপ্টেম্বর) সকালে প্রীতি ফুটবল ম্যাচ খেলায় অংশ নিতে ফরিদপুরের ভাঙায় যান সুমন। যাওয়ার পথে পদ্মা সেতু পার হওয়ার সময় গাড়িতে বসে ফেসবুক লাইভে তিনি এ কথা বলেন।
ব্যারিস্টার সুমন বলেন, প্রধানমন্ত্রীকে ধন্যবাদ এ বড় ও সুন্দর একটি সেতু উপহার দেওয়ার জন্য। সেতুতে নেমে লাইভ দেওয়ার ইচ্ছে ছিল। কিন্তু নিষেধ থাকার কারণে সেটি আর করা হয়নি।
তিনি বলেন, যারা সেতু নির্মাণে বিরোধিতা করেছেন, তারা কিন্তু অনেকদিন ক্ষমতায় ছিলেন, কিন্তু এত সুন্দর একটি সেতু উপহার দিতে পারেননি।
তিনি আরও বলেন, আমি আমার এলাকায় ৪১টি সেতু নির্মাণ করেছি। প্রধানমন্ত্রী বিশ্বব্যাংকের সঙ্গে টেক্কা দিয়ে পদ্মা সেতু নির্মাণ করেছেন, তাকে ধন্যবাদ। পদ্মা সেতুর প্রকল্প নিয়ে বিশ্বব্যাংক যখন এ দেশীয় ষড়যন্ত্রের কারণে মুখ ফিরিয়ে নিয়েছিল ঠিক তখনই বঙ্গবন্ধুকন্যা জননেত্রী শেখ হাসিনা নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণের সিদ্ধান্ত নেন। সফল প্রধানমন্ত্রী শেখ হাসিনার মতো একজন প্রজ্ঞা রাজনীতিবিদের কারণেই এত বড় একটি প্রকল্প করার কঠিন সিদ্ধান্ত নেওয়া সম্ভব হয়েছিল।
সুপ্রিম কোর্টের আইনজীবী বলেন, এজন্য জননেত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানাই। দেশি-বিদেশি ষড়যন্ত্রকে পেছনে ফেলে স্বপ্নের পদ্মা সেতু নির্মাণ করা হয়েছে।
জনস্বার্থে কাজ করতে গিয়ে ব্যারিস্টার সুমন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটরের পদ থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন। কাজ করে চলেছেন দেশ ও সমাজের বিভিন্ন অসঙ্গতি নিয়ে। নিজের এলাকায় বানিয়েছেন ৪১টি ব্রিজ।