অনুরাধা গায়েন ,সৌরদীপ সাহা, সুব্রত দাস ,টুম্পা দে ,রিতা পাল, ইন্দ্রজিৎ নারায়ণ সহ অন্যান্যরা, তাহারা বলেন , বিনয় বাবু যে উদ্যোগ নিয়েছেন এবং দেশ-বিদেশে প্রচার করে চলেছেন প্রদর্শনীর মধ্য দিয়ে, এই ওয়াশ পেন্টিংকে মানুষের কাছে পৌঁছে দেয়ার জন্য, যাহাতে বিলুপ্ত না হয়ে পড়ে, শিল্পীরা এই wash painting কে ধরে রাখতে পারে, আমরা সাধুবাদ জানাই , আমরা ও চেষ্টা করব যাতে এই ধরনের পেইন্টিং সবার সামনে তুলে ধরতে পারি এইভাবে,। যিনি একজন শুধু চিত্রশিল্পীই নয়, তাহার গুণ আরো অনেক কিছু আছে, তিনি একজন মাউথ অর্গান বাদক এবং একজন গল্পকার, বহু গল্প লিখেছেন, জাহার উদ্যোগে একাডেমি অফ ফাইন আর্টসে এই প্রদর্শনীর আয়োজন এবং মানুষের সামনে ওয়াস পেন্টিংকে তুলে ধরেছেন, তিনি জানান আস্তে আস্তে এই ধরনের পেইন্টিং প্রায় বিলুপ্ত হয়ে পড়েছে, আমি বহু দেশে গিয়েছি এবং এই ধরনের পেন্ডিং তুলে ধরার চেষ্টা করেছি কিন্তু আমি এই উদ্যোগ নিয়েছি আরও যে সকল শিল্পীরা আছে তারা যেন বাঁচিয়ে রাখতে পারে এই শিল্পকে, আমি বহু সম্মানের সম্মানিত হয়েছি বিভিন্ন দেশে আমার ছবি বিভিন্ন দেশে হয়েছে