প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ১১, ২০২৫, ১:৫৭ পি.এম || প্রকাশের তারিখঃ জুলাই ১৩, ২০২৩, ১১:২৪ অপরাহ্ণ
বিশিষ্ট চিত্রশিল্পী বিনয় দলুই এর উদ্যোগে, একাডেমি অফ ফাইন আর্টসে একটি স্লো প্রদর্শনীর আয়োজন করেন
বিশিষ্ট চিত্রশিল্পী বিনয় দলুই এর উদ্যোগে, একাডেমি অফ ফাইন আর্টসে একটি স্লো প্রদর্শনীর আয়োজন করেন।
রিপোর্টার ..কলকাতা থেকে শম্পা দাস ও সমরেশ রায়
বিশিষ্ট চিত্রশিল্পী বিনয় দলুই এর উদ্যোগে, একাডেমি অফ ফাইন আর্টসে একটি স্লো প্রদর্শনীর আয়োজন করেন। এই প্রদর্শনীর শুভ সূচনা হয়, ১১ই জুলাই মঙ্গলবার চলবে ১৭ জুলাই পর্যন্ত এবং দর্শকদের জন্য খোলা থাকবে, প্রতিদিন দুপুর বারোটা থেকে রাত্রি আটটা পর্যন্ত। এই প্রদর্শনী শুভ সূচনা করেন, প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে, বিশিষ্ট ও সম্মানিত অতিথি, বিখ্যাত চিত্রশিল্পী বাদল পাল, দিলীপ ব্যানার্জী, কাজল সেনগুপ্তর উপস্থিতিতে এবং তাদের হাত ধরে। শিল্পীদের উত্তরীয় পরিয়ে ও ফুলের তোড়া দিয়ে সম্মানিত করেন, যে সকল শিল্পীরা এই ধরনের প্রদর্শনীকে এগিয়ে নিয়ে যাওয়ার, এবং শিল্পকে বাঁচিয়ে রাখার সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন, সেই সকল চিত্র শিল্পীদের মধ্যে ছিলেন সুবীর দাস ,চায়না দে ,স্বপন দিঙ্গল, শান্তনু সেনগুপ্ত,
অনুরাধা গায়েন ,সৌরদীপ সাহা, সুব্রত দাস ,টুম্পা দে ,রিতা পাল, ইন্দ্রজিৎ নারায়ণ সহ অন্যান্যরা, তাহারা বলেন , বিনয় বাবু যে উদ্যোগ নিয়েছেন এবং দেশ-বিদেশে প্রচার করে চলেছেন প্রদর্শনীর মধ্য দিয়ে, এই ওয়াশ পেন্টিংকে মানুষের কাছে পৌঁছে দেয়ার জন্য, যাহাতে বিলুপ্ত না হয়ে পড়ে, শিল্পীরা এই wash painting কে ধরে রাখতে পারে, আমরা সাধুবাদ জানাই , আমরা ও চেষ্টা করব যাতে এই ধরনের পেইন্টিং সবার সামনে তুলে ধরতে পারি এইভাবে,। যিনি একজন শুধু চিত্রশিল্পীই নয়, তাহার গুণ আরো অনেক কিছু আছে, তিনি একজন মাউথ অর্গান বাদক এবং একজন গল্পকার, বহু গল্প লিখেছেন, জাহার উদ্যোগে একাডেমি অফ ফাইন আর্টসে এই প্রদর্শনীর আয়োজন এবং মানুষের সামনে ওয়াস পেন্টিংকে তুলে ধরেছেন, তিনি জানান আস্তে আস্তে এই ধরনের পেইন্টিং প্রায় বিলুপ্ত হয়ে পড়েছে, আমি বহু দেশে গিয়েছি এবং এই ধরনের পেন্ডিং তুলে ধরার চেষ্টা করেছি কিন্তু আমি এই উদ্যোগ নিয়েছি আরও যে সকল শিল্পীরা আছে তারা যেন বাঁচিয়ে রাখতে পারে এই শিল্পকে, আমি বহু সম্মানের সম্মানিত হয়েছি বিভিন্ন দেশে আমার ছবি বিভিন্ন দেশে হয়েছে
বিভিন্ন দেশে আমার ছবি বিক্রি হয়েছে , কিন্তু আমি চাই, এই ধরনের পেইন্টিং কে বাঁচিয়ে রাখা তাই আমি নিজে হাতেও বেশ কয়েকটি ছাত্র-ছাত্রীকে তৈরি করার চেষ্টা করছি আর সকল শিল্পীদের কেউ বলবো আপনারাও এই ধরনের শিল্পকে বাঁচিয়ে রাখুন তুলে ধরার চেষ্টা করুন।, সকলের উদ্যোগেই এই শিল্প বেঁচে থাকে, আর দর্শকদের ও চিত্রশিল্পী প্রেমীদের জানাই আপনারা , আপনাদের মতামত দিন, এই বার তার দিকে দিকে ছড়িয়ে দিন, যাহারা আমাকে এই ধরনের প্রদর্শনী করতে সাহায্য করেছেন তাদেরকে আমি অশেষ ধন্যবাদ জানাই ও কৃতজ্ঞতা জানাই।
Copyright © 2025 নগর সংবাদ. All rights reserved.