বিশ্ব সারনা ধর্ম কোড জনসভা……। আজ ৩০ শে জুন শুক্রবার, কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে, সাঁওতাল সম্প্রদায়ের মানুষেরা একটি জনসভা করলেন ,দাসত্ব থেকে মুক্তির সমাবেশ
রিপোর্টার… কলকাতা থেকে শম্পা দাস ও সমরেশ রায়
. বিশ্ব সারনা ধর্ম কোড সমাবেশ ……এই সমাবেশ চলে বিকেল চারটে পর্যন্ত, বিভিন্ন জেলা থেকে প্রায় পাঁচ থেকে ছয় হাজার আদিবাসী সম্প্রদায়ের মানুষ এই সভা জমায়েত হন, উপস্থিত ছিলেন বিশেষ বক্তা হিসেবে সালখান মুর্মু প্রাক্তন এমপি এবং উপস্থিত ছিলেন সুমিত্রা মুর্মু সেন্ট্রাল গভর্নর, এ এস এ,,, উভয়ে মঞ্চে বক্তৃতা দেওয়ার আগে……
বীর শহীদ প্রভু বিরসা মুন্ডা, বীর শহীদ সিদো মুর্মু, বীর শহীদ তিলকা মুর্মু ও ভীমরাও আম্বেদকর কে স্মরণ করলেন ও শ্রদ্ধা জানালেন। প্রচন্ড গরমের মধ্যেও এতোটুকু সভার নড়চড় হয়নি বা কেউ মঞ্চের কাছ থেকে চলে যাননি, রোদের মধ্যে ছাতা মাথায় দিয়ে তারা তাদের বিভিন্ন দাবী সরকারের কাছে আদায় করার চেষ্টা করছেন
, এবং বক্তৃতার মধ্য দিয়ে বলেন আমরা হারবো না আমরা জিতবো ,আমাদের দাবি পূরণ করতেই হবে।। সামাজিক ধর্মীয় ও রাজনৈতিক দাসত্ব থেকে মুক্তির জন্য সাঁওতাল বিপ্লব দিবস পালিত হয়,
প্রায় ৩০০ বছরের দাসত্ব থেকে মুক্ত, প্রতি আমেরিকার কালো নিগ্রোরা স্বাধীনতার স্বপ্ন বাস্তবায়নের জন্য ১৯৬০ সালের ২৮ শে আগস্ট আমেরিকার রাজধানী ওয়াশিংটনে ডক্টর মার্টিন লুথার কিং জুনিয়র এর আহবানে, আমি হ্যাভ এ ড্রিম…. ২ লক্ষ ৫০ হাজারেরও বেশি লোক জড়ো হয়েছিল এবং অবশেষে স্বাধীনতা পেয়েছিল, পরে তাদের একজন বারাক ওবামাও আমেরিকার রাষ্ট্রপতি হয়েছিলেন।…. আমরাও আমাদের অধিকার কেড়ে নেব এবং আমাদের ছেলে মেয়েদের সঠিক দিশা একদিন দেখাবো, আমরা আর কোন কিছু থেকে বঞ্চিত ও পিছপা হবো না।।।। রিপোর্টার… কলকাতা থেকে শম্পা দাস ও সমরেশ রায়