নয় মাসের রক্তক্ষয়ী যুদ্ধ আর বিভীষিকাময়
দিনগুলিতে আমি ছিলাম মাতৃগর্ভে
দেশ স্বাধীনের লাল সূর্য হাতে
জন্ম আমার ১৬ই ডিসেম্বর ।
ধন্য মাগো তোমার কোলে জন্মে
আর গর্ব বাবা তোমার মতো বীর যোদ্ধা পেয়ে
সরকার দিয়েছে স্বীকৃতি তোমায়
তুমি যে এখনও মুক্তিসেনাদের হও "ওস্তাদ"জি
আমার জন্ম তোমার পাকবাহিনীর শেল মারা ঘরে
শেল তবুও ধন্য আমি তোমার ঘরে জন্মে
দেখিনি যুদ্ধ তাতে কি?
শুনেছি মায়ের মুখে তোমার
যুদ্ধ করার বীর কাহিনী।
বগুড়ার সেন্ট্রাল আর জেলা স্কুলে
শিখিয়েছে অস্ত্র চালানো তুমি মুক্তিসেনাদের।
দেশকে শত্রু মুক্ত করতে বাবা
সংসারের মায়া ফেলে চলে গেছো
তুমি হিলির ইয়্যূত ক্যাম্প মুক্তিসেনা তৈরি করতে
নিজেও যুদ্ধ করেছ তুমি সন্মুখ সমরে "জয়ন্তী"
ট্যাঙ্ক নিয়ে আমিই সেই "জয়ন্তী" তোমার আদরের পিচ্চি মেয়ে।