বীর সৈনিক নেতাজী উৎসব কমিটির উদ্যোগে, ৭৬ তম প্রজাতন্ত্র দিবস পালিত হলো।
“”সম্পা দাস,সম্পাদক, নগর টিভি, দৈনিক নগর সংবাদ, নগর সংবাদ ২৪ ডটকম ” কলকাতা বু্রো”
২৬ শে জানুয়ারী রবিবার, ঠিক সকাল সাড়ে আটটায়, বরানগর নেতাজী পার্ক ও গোপাল লাল ঠাকুর রোডের সংযোগস্থলে,
বীর সৈনিক নেতাজী উৎসব কমিটির উদ্যোগে এবং রামকৃষ্ণ পাল ও সরমা পালের পরিচালনায়,
৭৬ তম প্রজাতন্ত্র দিবস পালিত হলো, সারা ভারতবর্ষে যখন এই প্রজাতন্ত্র দিবস পালিত হচ্ছে, বরানগরের নেতাজী পার্কে
একই সময়ে পালিত হল এই উৎসব ৭৬তম প্রজাতন্ত্র দিবসে পতাকার উত্তোলন করেন, বরানগরের বিধায়িকা শ্রীমতি সায়ন্তিকা ব্যানার্জি, এছাড়া উপস্থিত ছিলেন ,
যাহারা তিন দিন যাবত এই অনুষ্ঠানকে পরিচালনা করছেন, নয় নম্বর ওয়ার্ডের সদস্য ,
পৌরপরিষদ সদস্য শ্রীরামকৃষ্ণ পাল এবং ১৩ নম্বর ওয়ার্ডের প্রাক্তন পৌর মাতা সরমা পাল। উপস্থিত ছিলেন আহ্বায়ক সঞ্জয় কৃষ্ণ পাল,
যুগ্ম সম্পাদক মুরারী মোহন পাঠক ও শীতল রায়, এছাড়াও উপস্থিত ছিলেন সত্যেন জানা, মানু নাথ, গোপাল, প্রদীপ, রুমা, তাপসী, শিলা সহ সকল সদস্য
এবং এলাকার মহিলারা ও ছোট ছোট ছেলেমেয়েরা, পতাকা উত্তোলনের পর, সকল বাচ্চা ছেলে মেয়েদের হাতে, চকলেট বিস্কুট কেক তুলে দেন। এরপর সন্ধ্যে ৭ টা থেকে শুরু হয় সুন্দর সাংস্কৃতিক অনুষ্ঠান,
পুরস্কার বিতরণী এবং গুণীজন সংবর্ধনা ও মুভির নাগরিকদের বরণ করে নেওয়া, ঠিক সন্ধে সাতটায় একটি সুন্দর সংগীতের মধ্য দিয়ে অনুষ্ঠানে শুভ সূচনা হয়
যে সকল প্রতিযোগী অংশগ্রহণ করেছিলেন বিভিন্ন বিষয়ের প্রতিযোগিতায়,তাহাদের মধ্যে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ ও পঞ্চম স্থানা ধিকারী কে পুরস্কৃত করেন।
সর্বশেষে দর্শকদের আনন্দ দিতে ইন্দ্রজাল ম্যাজিক পরিবেশিত হয়। সংক্ষিপ্ত কথার মধ্য দিয়ে সাংবাদিকদের সম্মুখীন হলে,
এই রামকৃষ্ণ পাল মহাশয় বলেন, সুন্দর অনুষ্ঠান করতে পেরেছি সকলের সহযোগিতায়,
সকলে সহযোগিতার হাত না বাড়ালে কখনোই এই ধরনের অনুষ্ঠান করা সম্ভব নয়, তাই সকলকে আমার কৃতজ্ঞতা জানাই। আমি চেষ্টা করি সকলের সহযোগিতায় কিছু সমাজ সেবামূলক কাজ করার।
“”সম্পা দাস,সম্পাদক, নগর টিভি, দৈনিক নগর সংবাদ, নগর সংবাদ ২৪ ডটকম “”” কলকাতা বু্রো”