কুমিল্লার বুড়িচং উপজেলায় দুর্বৃত্তদের হামলায় আব্দুস সাত্তার নামে এক মুদি ব্যবসায়ী নিহত হয়েছেন।
শনিবার (৯ নভেম্বর) রাতে উপজেলার বাকশিমুল ইউনিয়নের পীতাম্বর এলাকার রেললাইনের পাশে হামলার শিকার হন তিনি।
পরে রোববার সকালে তার মৃত্যু হয়।
নিহত আব্দুস সাত্তার কুমিল্লা আদর্শ সদর উপজেলার রসুলপুর গ্রামের বাসিন্দা।
নিহতের ছেলে খোরশেদ আলম জানান, আব্দুস সাত্তার পীতাম্বর এলাকায় মুদি ব্যবসা করতেন। প্রতিদিনের মতো শনিবার রাত সাড়ে ১১টার দিকে দোকান বন্ধ করে রেললাইন দিয়ে বাড়ি ফিরছিলেন তিনি। এসময় পীতাম্বর রেলব্রিজ এলাকায় পৌঁছালে দুর্বৃত্তরা তাকে ছুরিকাঘাত করে তার কাছে থাকা নগদ টাকা ও মোবাইল ফোন নিয়ে পালিয়ে যায়। রাতভর তাকে খুঁজেও তাকে পায়নি পরিবার। রোববার ভোরে প্রতিবেশীরা রেলব্রিজের কাছে তাকে রক্তাক্ত অবস্থায় দেখে বাড়িতে খবর দেন। পরে আশঙ্কাজনক অবস্থায় আব্দুস সাত্তারকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল সাড়ে ১০টার দিকে মারা যান তিনি।
এ বিষয়ে বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল হক জানান, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।