বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) বিকেলে জেলার পুলিশ লাইন্সে আয়োজিত কমিউনিটি পুলিশিং সভায় এ মন্তব্য করেন তিনি। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
শামীম ওসমান বলেন, শেখ হাসিনা এখন আর আওয়ামী লীগের সম্পদ না। তিনি বাংলাদেশের সম্পদ। বঙ্গবন্ধু বেঁচে থাকলে আমাদের রাজনীতি করতে হতো না। তিনি নেই বলেই আমাদের রাজনীতিতে আসতে হয়েছে। তিনি বেঁচে থাকলে আমরা জাপানের কাছাকাছি পৌঁছে যেতাম। সামনের সময়টা অনেক কঠিন। এটা শুধু আওয়ামী লীগের জন্য খারাপ নয়, এটা দেশের জন্য খারাপ।
তিনি আরও বলেন, আমি নামাজে যে কয়েকজনের জন্য দোয়া করি তার মধ্যে একজন থাকেন আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি তার দায়িত্বের বাইরেও প্রতি মুহূর্তে সচেতন থাকেন। তিনি প্রশাসনের বাইরেও দেশের জন্য বিভিন্ন দিক নির্দেশনা দেন। বাংলাদেশের মানুষ এমন স্বরাষ্ট্রমন্ত্রী পেয়ে গর্বিত।
এ সময় পাট ও বস্ত্রমন্ত্রী গাজী গোলাম দস্তগীর, নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা, নারায়ণগঞ্জ-২ আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভি ও পুলিশ সুপার গোলাম মোস্তফা প্রমুখ উপস্থিত ছিলেন।