বৃহস্পতিবার ১৬ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ সন্ধ্যা ৬:২৭
শিরোনামঃ
আগামী বছর ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবেই-প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান জিরুনা ত্রিপুরা অপসারণ। পঞ্চগড়ে গৃহবধূকে হত্যার অভিযোগ স্বামী পলাতক-এলাকাবাসী ক্ষুব্ধ। মিরপুরে. পোশাক কারখানায় আগুনে নিহত ১৬- মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন ৬। শেখ হাসিনাসহ ২৬২ জনকে আদালতে হাজির হওয়ার জন্য পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ।। নারায়ণগঞ্জ কাইকার ব্রিজের ঝোপ থেকে বস্তাবন্দি যুবতীর মরদেহ উদ্ধার করে পুলিশ। খুলনায় ফিল্ম স্টাইলে দুর্বৃত্তের ছোড়া গুলিতে গুলিবিদ্ধ ২ যুবক সুবর্ণচরে অবৈধ সম্পর্কের দায়ে মাদ্রাসা সুপারসহ নারীকে আদালতে প্রেরণ  চৌহালীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালন দশ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ পুলিশের সদস্যকে আটক

বেঙ্গল ক্রিয়েটিভ ক্লাবের দ্বিতীয় তম প্রদর্শনীতে,অংশগ্রহণকারী শিল্পীদের ও সাংবাদিকদের সম্মানিত করেন

nagarsangbad24
  • প্রকাশিত: মার্চ, ৩১, ২০২৫, ৭:০০ পূর্বাহ্ণ
  • ৯৬ ০৯ বার দেখা হয়েছে

 

বেঙ্গল ক্রিয়েটিভ ক্লাবের দ্বিতীয় তম প্রদর্শনীতে,অংশগ্রহণকারী শিল্পীদের ও সাংবাদিকদের সম্মানিত করলেন।

“”সম্পা দাস,সম্পাদক, নগর টিভি, দৈনিক নগর সংবাদ, নগর সংবাদ ২৪ ডটকম “”কলকাতা বু্রো”

২৯ শে মার্চ শনিবার, ঠিক বিকেল পাঁচটায়, কলকাতার আই সি সি আর নন্দলাল বোস গ্যালারীতে, শর্মিষ্ঠা রায় চৌধুরীর উদ্যোগে ও বেঙ্গল ক্রিয়েটিভ ক্লাবের বোর্ড মেম্বার সুরথ চক্রবর্তীর সহযোগিতায় এবং বেঙ্গল ক্রিয়েটিভ ক্লাবের পরিচালনায়, THE SHADES OF NUDE–2 এর যে প্রদর্শনী অনুষ্ঠিত হয়,

আজ অতিথিদের উপস্থিতিতে তাহাদের সম্মাননা প্রদান, এবং সমস্ত অংশগ্রহণকারী শিল্পীদের ও সাংবাদিক বন্ধুদের গান অফ ওনার এর মাধ্যমে দ্বিতীয় দিনে সম্মানিত করেন।

এই প্রদর্শনী চলবে, ২৮ শে মার্চ থেকে ৩০শে মার্চ পর্যন্ত। প্রায় ৫০ জনের বেশি শিল্পী এই প্রদর্শনীতে অংশগ্রহণ করেন এবং তাদের ছবি প্রদর্শিত হয়। প্রদর্শনীর দ্বিতীয় দিনে, বিশিষ্ট অতিথিদের মধ্যে ছিলেন,

ডক্টর কৌস্তুভ সাহা কার্ডিয়লজি এবং মেডিকেল প্রফেসর, প্রবীর বিশ্বাস আন্তর্জাতিক সাহিত্য সমন্বয় কেন্দ্রের প্রেসিডেন্ট, ডক্টর পার্থ সারথী মুখার্জী সেরা বাঙালি ও গবেষক,

রাজিব সেন হিউম্যান রাইটস কাউন্সিল ওয়েস্ট বেঙ্গল সেক্রেটারী, প্রফেসর সোম শংকর রায়, বিশিষ্ট আইনজীবী রাধামোহন রায়, বিশিষ্ট সমাজসেবী ও লেখিকা সহেলী সাহা,

অর্ণব মুখার্জি ও কৃতি কোনা চিনি প্রেসিডেন্ট ও সেক্রেটারী কলমে মিতালী, জয়ন্ত দাশগুপ্ত মডেলার ও এ আই টি এ এ প্রেসিডেন্ট। আশুতোষ মজুমদার এডমিনিস্ট্রেটিভ অফিসার কলকাতা মিউনিসিপাল কর্পোরেশন,

রত্না ভট্টাচার্য বিশিষ্ট শিক্ষাবিদ, ‌ প্রসাদ রঞ্জন দাস- চিত্তরঞ্জন দাশের নাতি, সৌরভ ভট্টাচার্য মিস্টার প্রীতম সহ অন্যান্যরা।

এই সকল বিশিষ্ট অতিথিদের উপস্থিতিতে এবং সকল চিত্রশিল্পী ও দর্শকদের উপস্থিতিতে গ্যালারী সুন্দরময় হয়ে উঠেছিল বিভিন্ন অনুষ্ঠান ও সম্মাননা প্রদানের মধ্য দিয়ে।

আজ এই সকল অতিথিদের হাত ধরেই যে সকল চিত্রশিল্পী প্রদর্শন নীতি অংশগ্রহণ করেছিলেন এবং সাংবাদিক বন্ধুদের গান ওনার এর মধ্য দিয়ে সকলের হাতে পুরস্কার তুলে দেন

শুধু তাই নয় আজ প্রদর্শনী দ্বিতীয় দিনে, বেঙ্গল ক্রিয়েটিভ ক্লাবের উদ্যোক্তা শর্মিষ্ঠা রায় চৌধুরীর জন্মদিন পালিত হয় একটি কেক কাটা মধ্য দিয়ে, সমস্ত অংশগ্রহণকারী চিত্রশিল্পীরা এই জন্মদিনের আয়োজন করেন।

আজকের এই দিনটি একটি স্মরণীয় দিন হয়ে রইল সবার কাছে।

কলকাতা সহ বিভিন্ন জেলা থেকে চিত্রশিল্পীর অংশগ্রহণ করেছিলেন, এবং সকলকে সম্মানিত করেন, শিল্পীদের মধ্যে ছিলেন,সুব্রত ঘোষ, কৌশিক পাল, স্বাগতা বোস, অর্পিতা মুখার্জী, সৌরভ মিত্র, সঞ্জয় সিংহ, প্রসেনজিৎ নাথ, সনাতন দিন্দা, অসীম পোদ্দার,বি শেখর, সঞ্চারী মুখার্জি, রঞ্জন কুমার পরামানিক, রাজু দেবনাথ, সুরজিৎ পাল, রাজা চক্রবর্তী, সৌভিক দাস, হাসিনা বানু, প্রশান্ত কুমার মল্লিক,স্বস্তিকা পাল, শ্রাবন্তী ঘোষ, অনিরুদ্ধ দাস, ননীগোপাল বিশ্বাস, এমডি আলমার্স সাহা, মনোজ সিনহা, সৌমিয়া দেবনাথ, গৌরী রক্ষিত, প্রশান্ত কুমার মাঝি,গোপাল চন্দ্র নস্কর, শংকর হালদার, ধর্মেন দাস, স্বাত্যকি সেনগুপ্ত, সৌরজিত পাল, ভাস্কর ঘোষ, ‌ অভীক সাহা, রাজা চক্রবর্তী, সৌমিত্র সাধুখান সহ অন্যান্য শিল্পীদের।

যে সকল সাংবাদিক ও সংবাদমাধ্যমকে সম্মানিত করেন তাহাদের মধ্যে,

কলকাতা নিউজ, সুখবর, দৈনিক দুরন্ত বাংলা, নগর টিভি, দৈনিক সংবাদ, সংকেত টিভি, ২৪ ঘন্টা, কলকাতা নিউজ টাইম,সল্টলেক বার্তা, নমস্কার কলকাতা সহ অন্যান্য সংবাদ মাধ্যমকে।সবার শেষে একটি কথাই জানালেন, বেঙ্গল ক্রিয়েটিভ ক্লাবের উদ্যোক্তারা এবং উপস্থিত অতিথিরা, যে প্রদর্শনীর মধ্য দিয়ে ও চিত্রের মধ্য দিয়ে , সারা বিশ্বের দরবারে পৌঁছে দিল শর্মিষ্ঠা রায় চৌধুরী,

তাহাকে অশেষ ধন্যবাদ জানাই, কারণ তিনি একজন মডেলার সেই দিক দিয়েই প্রমাণ করে দিল, মহিলাদের কোন কিছু চিত্র, সমাজের কাছে কোন খারাপ নয়, যাদেরকে মা বলে পূজিত করেন,তাহাদের শরীরের যে কোন চিত্রই এক একটা রূপান্তরে পরিণত হয়, এবং গঠন তৈরি করে,আজ সবার সামনে অন্যরূপে পরিচিতি পেলো এই প্রদর্শনী, সকল চিত্রশিল্পীর মনোবল বাড়িয়ে তুললো,সকলের সহযোগিতা থাকলে কোন কিছুই থেমে থাকে না, তাই শর্মিষ্ঠা আরো বহুদূর এগিয়ে যাক, বিভিন্ন দেশে প্রদর্শনী তুলে ধরুক আমরা সেই কামনা করি।একইভাবে উদ্যোক্তা শর্মিষ্ঠা রায়চৌধুরী জানালেন কে যে ভাবে সবাই সহযোগিতা করেছে,

সম্পা দাস,সম্পাদক, নগর টিভি, দৈনিক নগর সংবাদ, নগর সংবাদ ২৪ ডটকম “”কলকাতা বু্রো

দৈনিক দুরন্ত বাংলা, নগর টিভি-

আশা করছি আগামী দিনে আরো বড় করে করতে পারবো। যেভাবে আমার ডাকে সাড়া দিয়েছে।

“”সম্পা দাস,সম্পাদক, নগর টিভি, দৈনিক নগর সংবাদ, নগর সংবাদ ২৪ ডটকম “”কলকাতা বু্রো”

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০৩১  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০৩১  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell