নগর সংবাদ।।নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় মূল্য তালিকা যথাযথভাবে প্রদর্শন না করা ও বেশি দামে চাল বিক্রির অপরাধে দুই ব্যবসায়ীকে দেড় লাখ টাকা জরিমানা করা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
সোমবার (২২ আগস্ট) দুপুরে উপজেলার তারাবো বাজারে এ অভিযান পরিচালনা করেন জেলা ভোক্তা অধিদপ্তরের সহকারী পরিচালক মো. সেলিমুজ্জামান।
সেলিমুজ্জামান বলেন, মূল্য তালিকা যথাযথভাবে প্রদর্শন না করা ও বেশি দামে চাল বিক্রির অপরাধে মেসার্স শফিকুল রাইস এজেন্সিকে ৫০ হাজার ও মেসার্স যুগল ট্রেডার্সকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।