বৈশাখী প্রবীন বরণ ১৪৩০.. প্রবীনদের পাশে আশ্রয়।
রিপোর্টার...... কলকাতা থেকে শম্পা দাস ও সমরেশ
২৮ শে এপ্রিল ,শুক্রবার, বিকেল পাঁচটায়, কলকাতা প্রেসক্লাবে, আশ্রয় সোশ্যাল ওয়েলফেয়ার এন্ড কালচারাল ফাউন্ডেশন এর পরিচালনায় ও এডভোকেট শান্তনু সিনহার উদ্যোগে ..বৈশাখী প্রবীন বরন ১৪৩০ অনুষ্ঠান অনুষ্ঠিত হলো, এবং প্রবীনদের পাশে আশ্রয় সহযোগিতার হাত বাড়িয়ে দিল......। আশ্রয় বিনামূল্যে চিকিৎসা পরিষেবা পৌঁছে দিতে চলেছে, একটি বেসরকারি হাসপাতালে সহযোগিতায়, এই সুন্দর একটি বর্ণময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধান অতিথি হিসেবে, পশ্চিমবঙ্গ সরকারের পরিবহন মন্ত্রী মাননীয় শ্রী স্নেহাসিশ চক্রবর্তী ,অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিশু সুরক্ষা কমিশনের চেয়ারপারসন মাননীয় শ্রীমতি সুদেশ রায়, ফেডারেশন অফ সিনে টেকনিশিয়ান এন্ড ওয়াকার্স অফ ইস্টার্ন ইন্ডিয়ার সভাপতি মাননীয় শ্রী স্বরূপ বিশ্বাস,, কলকাতা হাইকোর্টের বর্শীয়মান অ্যাডভোকেট মাননীয় শ্রী প্রসূন কুমার দত্ত ,বিশিষ্ট সংগীত শিল্পী শ্রীমতি ভাস্বতী দত্ত সহ বিশিষ্ট জনেরা,,, একে একে সকল অতিথিদের ব্যাচ উত্তরীয় এবং মোমেন্টো দিয়ে সম্মানিত করেন,,, এবং মঞ্চে একটি প্রিভিলেজ কার্ডের শুভ সূচনা করলেন ,যার মাধ্যমে বিনা পয়সায় চিকিৎসার ব্যবস্থা করতে পারবেন এই প্রবীণরা ,,, এইরকম উদ্যোগকে সাধুবাদ জানালেন সকল উপস্থিত অতিথিরা ,শুধু তাই নয় বেশ কয়েকজন প্রবিনদের সম্বর্ধনা জানালেন ,মিষ্টি, ফল, উত্তরীয়, এবং মোমেন্টো দিয়ে,, একে একে সকল অতিথিরা একটি কথাই বললেন ,এই ধরনের কাজ যারা করে, তাদের পাশে আমরা আছি ,যদি কোন রকম সহযোগিতার দরকার হয় ,আমরা অভি অতি অবশ্যই সহযোগিতার হাত বাড়িয়ে দেব , আর একটা কথাই জানালেন, যারা আমাদের গর্ভে ধারণ করেছেন, যারা আমাদেরকে বড় করেছেন, যারা আমাদের পথ দেখিয়েছেন, তাদেরকে এইভাবে বৃদ্ধাশ্রমে না রেখে, যদি শেষ দিন কটা কাছে রাখেন, হয়তো তারা আনন্দে ও খুশিতে যেতে পারবেন.........।