নিজস্ব প্রতিবেদক।।
রোববার (০২ নভেম্বর) রাতে নিজের ফেসবুক অ্যাকাউন্টে পদত্যাগপত্রের ছবি দিয়ে তিনি এ ঘোষণা দেন।
পদত্যাগপত্রে হাসান ইনাম লিখেছেন, ‘জুলাই গণঅভ্যুত্থানের পর থেকে এ পর্যন্ত নানা পরিসরে কাজে যুক্ত থেকে আমি শারীরিক ও মানসিকভাবে অসুস্থ অনুভব করছি। সংগঠনের নতুন সিদ্ধান্ত অনুযায়ী সারাদেশের সব কমিটি পুনর্গঠনের ঘোষণা দেখার পর মনে হচ্ছে দেশব্যাপী পরিব্যাপ্ত সংগঠনের সাধারণ সম্পাদক হওয়ার মতো মানসিক অবস্থায় আমি এখন নেই। তাই আমি স্বেচ্ছায়, স্বপ্রণোদিতভাবে এই দায়িত্ব থেকে ইস্তফা নিচ্ছি।’
তিনি আরও লেখেন, ‘জুলাইকে সাংস্কৃতিক ও রাজনৈতিক অঙ্গনে স্থায়ীভাবে প্রতিষ্ঠার লক্ষ্যে আমার যে লড়াই সেটি চলমান থাকবে। জুলাই গণঅভ্যুত্থানের সংগঠনে সাধারণ সম্পাদক ভিন্ন অন্য কোনো পরিচয়ে বা বেনামে আমি সংগঠনের এ সংক্রান্ত কাজে নিজেকে জড়িত রাখতে ইচ্ছুক। একইসঙ্গে বর্তমান সাংগঠনিক সম্পাদক মুঈনুল ইসলামকে আমি ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসেবে নিযুক্ত করার জন্য অনুরোধ করছি।