নগর সংবাদ।।সম্প্রতি দাম বেড়ে যাওয়ায় দেশজুড়ে এখন আলোচনার বিষয় সয়াবিন তেল। বিষয়টি যেমন ব্যাপকভাবে সমালোচিত হচ্ছে তেমনি অনেকে তেলের ব্যবহার কমিয়ে দিচ্ছেন। এমনই এক সময়ে বৌভাতে সয়াবিন তেল উপহার দিয়ে আলোচনায় এসেছেন ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার এক সাংবাদিক।
তিনি বৌভাত অনুষ্ঠানে ৫ লিটার সয়াবিন তেল উপহার দিয়েছেন। শনিবার (১২ মার্চ) উপজেলার ভলাকূট ইউনিয়নের ভলাকূট গ্রামে ব্যতিক্রমী এ ঘটনা ঘটে। খোঁজ নিয়ে জানা গেছে, শনিবার ভলাকূট গ্রামে মোস্তফা আলম সোহাগ নামের এক ব্যক্তির বৌভাত অনুষ্ঠান ছিল। অনুষ্ঠানে অতিথিদের কোনো ধরনের উপহার না নিয়ে যাওয়ার অনুরোধ ছিল। তারপরও কয়েকজন অতিথি নবদম্পতিকে উপহার দেন। এরমধ্যে ব্যতিক্রম ছিল উপজেলা সদরের বাসিন্দা বদিউল আশরাফ মৃধা ওরফে মোরাদ মৃধার উপহার। তিনি একটি জাতীয় দৈনিকের নাসিরনগর উপজেলা প্রতিনিধি।
তিনি নবদম্পতির জন্য পাঁচ লিটারের একটি সয়াবিন তেলের বোতল উপহার দেন। বৌভাতের অনুষ্ঠানে ব্যতিক্রমী এ উপহার দেখে সবাই সাধুবাদ জানান। সময়োপযোগী এমন উপহার আনন্দের সঙ্গেই গ্রহণ করে বরপক্ষ। বরের বড় ভাই সোহরাব শান্ত বলেন, ‘সয়াবিন তেল উপহারের বিষয়টি খুব চমকপ্রদ ছিল। অনুষ্ঠানে এই উপহার ভিন্ন মাত্রা যোগ করেছে।’ এ বিষয়ে সাংবাদিক মোরাদ মৃধা বলেন, ‘যে হারে সয়াবিন তেলের দাম বাড়ছে, তাতে করে সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার বাইরে চলে যাচ্ছে। সেজন্য উপহার হিসেবে সয়াবিন তেল দেওয়াটা আমার কাছে প্রাসঙ্গিক মনে হয়েছে।’ মোরাদ মৃধা শনিবার রাতে তার ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে বৌভাতের ছবি পোস্ট করেন। মুহূর্তের মধ্যে তা ভাইরাল হয়ে যায়।